১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
সংবাদ সম্মেলনে কাদের

আদালতের আদেশ শিক্ষার্থীদের মেনে নেয়ার আহ্বান

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের : নয়া দিগন্ত -

আদালতের নির্দেশনা অনুযায়ী আন্দোলনরত শিক্ষার্থীদের অবিলম্বে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য আবার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের জনদুর্ভোগ সৃষ্টিকারী সব রাজনৈতিক কর্মসূচি বন্ধ করে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য আবার আহ্বান জানাচ্ছি। সর্বোচ্চ আদালতের বিচারিক কার্যক্রম পুরোপুরি সমাপ্তি না হওয়া পর্যন্ত সব পক্ষকে ধৈর্যধারণ করতে হবে। আমরা তারুণ্যের শক্তি এবং আবেগের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু এই শক্তি ও আবেগকে পুঁজি করে কোনো অশুভ মহল যদি দেশে অরাজক পরিস্থিতি ও অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, তাহলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। চলমান কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে দলগতভাবে আওয়ামী লীগের অবস্থান কী- সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে দলটির সাধারণ সম্পাদক বলেন, আমরা পরিষ্কার বলেছি, এ আন্দোলনকে কেউ যদি রাজনৈতিক ফাঁদে ফেলতে চায়, সেটাকে আমরা রাজনৈতিকভাবেই মোকাবেলা করব। তিনি বলেন, বিএনপিসহ কিছু দল প্রকাশ্যে কোটা আন্দোলনের প্রতি সমর্থন দিয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজনৈতিক ফাঁদে ফেলে তারা নতুন করে আন্দোলন করার পাঁয়তারা করছে। কোটাবিরোধী আন্দোলনকে তারা সরকারবিরোধী আন্দোলনের রূপ দেয়ার চেষ্টা করছে।
‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যে বলেছেন, মুক্তিযোদ্ধাদের কোটার কোনো দরকার নেই’- এ কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ থেকে বোঝা যায়, মির্জা ফখরুল এবং তার দল বিএনপি মুক্তিযোদ্ধাদের প্রতি কোনো ধরনের শ্রদ্ধাবোধ নেই। তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী- এটি মনে করার আর কোনো কারণ নেই। মুক্তিযোদ্ধাদের কোটা সমর্থন না করার মানে তারা এত দিন মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই ছিল, তার প্রমাণ নতুন করে দিলো। কোটাবিরোধী আন্দোলন প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটি বিচারাধীন, আগামী চার সপ্তাহ পর্যন্ত আদালতের আদেশের এই ধারায় চলতে হবে। এখানে আমরা আদালতের আদেশ মেনে নেয়ার আহ্বান জানাচ্ছি। মেনে না নেয়া বেআইনি, সে কথাটাই বলছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন ও সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।


আরো সংবাদ



premium cement