১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আ’লীগ নেতা বাবুল হত্যা : রিমান্ড শেষে কারাগারে আক্কাছ

-

রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলার প্রধান আসামি বাঘা পৌরসভার মেয়র আক্কাছ আলীকে তিন দিনের রিমান্ডে শেষে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও বাঘা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোয়েব খান জানান, আক্কাছকে ৫ জুলাই রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছিল। পরদিন রাজশাহীতে আনার পর পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছিল। এরপর ৮ জুলাই শুনানি শেষে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক হাদিউজ্জামান আসামি আক্কাছকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তবে তাকে জিজ্ঞাসাবাদে কী তথ্য পাওয়া গেছে সে সম্পর্কে কোনো তথ্য জানাননি মামলার তদন্ত কর্মকর্তা।


আরো সংবাদ



premium cement