বেলিংহ্যাম-কেনের গোলে শেষ আটে ইংল্যান্ড
- ক্রীড়া প্রতিবেদক
- ০১ জুলাই ২০২৪, ০১:০৯
ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে শেষ সময়ের গোলে সমতায় ফিরল ইংল্যান্ড। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে হ্যারি কেন এগিয়ে নেন ইংল্যান্ডকে। বিদায়ের দ্বারপ্রান্ত থেকে ঘুরে এলো গত আসরের রানার্সআপরা। স্লোভাকিয়ার কাছে এই ম্যাচের আগে কোনো ম্যাচেই হারেনি ইংলিশরা। অথচ শঙ্কা তৈরি হয়েছিল পরাজয়ের। প্রথমার্ধের ২৫ মিনিটে ফরোয়ার্ড ইভান শারানজের গোলে ১-০-তে এগিয়ে ছিল স্লোভাকিয়া। এই লিড ধরে রাখে নির্ধারিত সময় ও যোগ করা সময়ের পঞ্চম মিনিট পর্যন্ত। অথচ বর্তমান ইংলিশ দলে প্রতিভাবান ফুটবলারদের ছড়াছড়ি। কিন্তু দল হিসেবে এবারের আসরে প্রতি ম্যাচেই খেই হারিয়ে ফেলে তারা। স্লোভাকদের বিপক্ষে গতকাল একচ্ছত্র আধিপত্য বিস্তার করে খেললেও জালের ঠিকানা খুঁজে পাচ্ছিল না গ্যারেথ সাউথগেটের দল। শেষ পর্যন্ত যোগ করা সময়ের শেষ মিনিটে বেলিংহ্যামের গোলে ১-১-এ সমতায় ফিরে ইংলিশরা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
ভেল্টিনস-এরিনায় অথচ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ইংল্যান্ড। এ সময় প্রথমার্ধে ৭৮ শতাংশ বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ছয়টি শট নেয় গত আসরের রানার্সআপরা। কিন্তু তার মধ্যে লক্ষ্যে ছিল না একটিও। অপরদিকে ২২ শতাংশ বল দখলে রেখে চারটি শটের একটি লক্ষ্যে রেখেই জালের ঠিকানা খুঁজে পায় স্লোভাকিয়া। এই লিড ধরে রাখে পুরো ৯০ মিনিট পর্যন্ত। এরপর ইংলিশদের ত্রাতা হয়ে আসেন বেলিংহ্যাম। গোল করে সমতায় ফেরান দলকে। ১-১ গোলে ড্র থাকার পর অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই হ্যারি কেনের গোল। ইভান টনির কাছ থেকে বল পেয়ে চমৎকার হেডে বল জালে জড়িয়ে দেন বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড। কেনের গোলটিই শেষ পর্যন্ত শেষ আটে পৌঁছায় ইংল্যান্ডকে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা