১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আজ সৌদি আরবের সাথে রাজনৈতিক সংলাপ

-

রিয়াদে আজ বাংলাদেশ-সৌদি আরব পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিতীয় রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অর্থনৈতিক খাতে সহযোগিতার ওপর জোর দেবে। বিশেষ করে বাংলাদেশের অফসোর ব্যাংকিং অ্যাকাউন্টগুলোতে সৌদি কোম্পানিগুলোর সঞ্চয় আকর্ষণের চেষ্টা করা হবে।
রাজনৈতিক সংলাপে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সাথে থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আর সৌদি প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।
এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ গতকাল সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন, সৌদি আরবের কোম্পানিগুলো যুক্তরাষ্ট্র ও ইউরোপের ব্যাংকগুলোতে তাদের অর্থ সঞ্চিত রাখে। অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে বাংলাদেশে নতুন একটি দ্বার উন্মোচিত হয়েছে। আর্থিক খাতে বিনিয়োগের পাশাপাশি সৌদি আরবকে অফশোর ব্যাংকিংয়ের সুযোগ নেয়ার আহ্বান জানানো হবে।
চলতি বছরের মার্চে অফশোর ব্যাংকিং অ্যাক্ট সংসদে পাস হয়েছে। এর মূল লক্ষ্য বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ। এ সুযোগকে কাজে লাগাতে বাংলাদেশ ব্যাংক অফশোর ব্যাংকিং সংক্রান্ত নীতমালা সহজ করেছে। বাংলাদেশের সরকারি-বেসরকারি ব্যাংকগুলো অফশোর ব্যাংকিং অ্যাকাউন্টে আকর্ষণীয় হারে সুদ বা মুনাফা দিচ্ছে।
রাজনৈতিক সংলাপে দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনাসহ সৌদি আরবে জনশক্তি রফতানি, বেসরকারি খাতে বাণিজ্য সম্প্রসারণ, প্রতিরক্ষা সহযোগিতা, সৌদি উন্নয়ন তহবিলের (এসএফডি) মাধ্যমে বাংলাদেশে প্রকল্প গ্রহণ, যৌথ বিনিয়োগে ইউরিয়া ও ডিএপি সার কারখানা স্থাপন, বাংলাদেশের পেট্রো-কেমিক্যাল ও পর্যটন খাতে সৌদি বিনিয়োগ উদ্যোগ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এ ছাড়া তথ্য যোগাযোগ প্রযুক্তি, জ্বালানি, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোও আলোচনায় আসবে। পাশাপাশি গাজায় ইসরাইলের হামলা, ইয়েমেন পরিস্থিতি, রোহিঙ্গা সঙ্কট, ইউক্রেন যুদ্ধের বৈশ্বিক প্রভাব নিয়েও আলোচনা হবে।
ইতোপূর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রাজনৈতিক সংলাপে সৌদি যুবরাজের ঢাকা সফরের বিষয়টি আসবে। চলতি বছরের শেষ দিকে এই সফর হতে পারে।

 


আরো সংবাদ



premium cement