১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
১৭ হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে না পারা

হাইকোর্টের কারণ দর্শানোর নির্দেশ

-

ভিসাসহ অন্যান্য সব প্রক্রিয়া শেষে চূড়ান্ত ছাড়পত্র নিয়েও ১৬ হাজার ৯৭০ কর্মী মালয়েশিয়া যেতে না পারার ঘটনায় কী ব্যবস্থা নেয়া হয়েছে তা আগামী সাতদিনের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গতকাল রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হাসান দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসংক্রান্ত এক রিটের শুনানিতে মৌখিক এই আদেশ দেন।
আদালতে শুনানিতে ছিলেন রিটকারি আইনজীবী মো: তানভীর আহমেদ ও বিপ্লব পোদ্দার।
এ বিষয়ে আইনজীবী মো: তানভীর আহমেদ বলেন, প্রায় ২০ হাজার যুবক বৈধ কাগজপত্র থাকার পরও যাদের নিয়ে যাওয়ার কথা ছিল তারা নিয়ে যেতে পারেননি। এ বিষয়ে আমরা হাইকোর্টে রিট করি। আজ এ বিষয়টি আদালতে উত্থাপন করে বলেছি, প্রায় একমাসেরও বেশি সময় পার হলেও আমরা দৃশ্যত কোনো ব্যবস্থা নিতে দেখিনি। আতালত ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল কে বলেছেন, এ ব্যাপারে সরকার কি ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে তা এক সপ্তাহের মধ্যে জানাতে বলেছে।
ভিসাসহ অন্যান্য বৈধ কাগজপত্র থাকার পরও সম্প্রতি উড়োজাহাজের টিকিট না পাওয়ায় কয়েক হাজার কর্মী মালয়েশিয়ায় যেতে পারেননি। এঘটনার পর সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর বিষয়ে কী কী সমস্যা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এরআগে ৩০ হাজারেরও বেশি যুবককে মালয়েশিয়া পাঠানোর নামে অন্তত ২০ হাজার কোটি টাকা লুটে নেয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। অ্যাডভোকেট তানভীর আহমেদ এ রিট করেন।
গত ২ জুন '৩০ হাজার যুবকের স্বপ্ন ভেঙে ২০ হাজার কোটি টাকা লুট'-শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট করা হয়।

 


আরো সংবাদ



premium cement

সকল