১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লালপুরে প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

-

নাটোরের লালপুরে শিউলি বেগম (২৩) নামে প্রবাসীর স্ত্রীকে পরকীয়ার জেরে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে উপজেলার কামারহাটি তেনাচোরা গ্রামে নিজ বাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। শিউলি একই এলাকার দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, অজ্ঞাত এক ব্যক্তি তার মামা পরিচয়ে তিন দিন ধরে শিউলির বাড়িতে ছিল। গতকাল শনিবার সকালে শোয়ার ঘরে হাত মোড়ানো অবস্থায় শিউলির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়।
লালপুর থানার ওসি নাছিম আহম্মেদ জানান, নিহত শিউলি তার এক বছর বয়সী মেয়েসহ বাড়িতে থাকতেন। শিউলির বাড়িতে তিন দিন ধরে থাকা অজ্ঞাত ব্যক্তির সাথে তার পরকীয়া সম্পর্ক থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামি গ্রেফতারে পুলিশ কাজ করছে।


আরো সংবাদ



premium cement