১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লঘুচাপে সাগর উত্তাল বন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত

-

লঘুচাপে সাগর উত্তাল। বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম এলাকায় এই লঘুচাপটি সৃষ্টি হয়েছে। বাংলাদেশের চার সমুদ্রবন্দরের জন্য আবহাওয়া অধিদফতর ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত জারি করেছে। এই লঘুচাপটি একটি মৌসুমি লঘুচাপ। এ ধরনের লঘুচাপ শেষ পর্যন্ত আর শক্তিশালী হয় না। অর্থাৎ এ ধরনের লঘুচাপ থেকে ঘূর্ণিঝড় হয় না।
আবহাওয়া দফতর বলছে, ৩ নম্বর সতর্ক সঙ্কেত জারি করলে বন্দরে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া বন্দরে নোঙর করা জাহাজগুলো দুর্যোগকবলিত হওয়ার আশঙ্কা করা হয়। একই সাথে বন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
গতকাল বৃহস্পতিবার আবহাওয়া দফতর জানিয়েছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীর মেঘমালা সৃষ্টি হয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশে উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।


আরো সংবাদ



premium cement