হাটহাজারীতে নেশাদ্রব্য খেয়ে ২ তরুণের মৃত্যু
- হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
- ২৪ জুন ২০২৪, ০০:০৫
চট্টগ্রামের হাটহাজারীতে নেশাদ্রব্য মিশিয়ে কাশির সিরাপ খেয়ে ২ তরুণের মৃত্যু হয়েছে। তারা হলেন, হাটহাজারী বাজারের সবজি বিক্রেতা মো: রাসেল (১৮) ও সবজির দোকানের কর্মচারী মো: শাকিল (১৪)। গত শনিবার রাতে পৌরসভার পশ্চিম দেয়ান নগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সবজি বিক্রেতা মো: রাসেল হাটহাজারীর দেওয়ান নগর এলাকার হামিদ আলী তালুকদার বাড়ির আব্দুস শুক্কুরের পুত্র এবং মো: শাকিল একই এলাকার সিদ্দিক আহমেদ বাড়ির মৃত ইলিয়াসের পুত্র বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে তারা দু’জন রাত বারোটার দিকে ঘর থেকে বের হয় এবং দু’জন রাতে ফার্মেসি থেকে কাশির সিরাপ নিয়ে হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের পাশে কালভার্টের উপর যায়। সেখানে তারা কাশির সিরাপের সাথে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে সেবন করে। সম্ভবত অতিরিক্ত সেবন করার কারণে তারা সেখানে মুমূর্ষু হয়ে পড়ে। ভোরে হাটহাজারী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের এক আনসার সদস্য দু’জনকে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে আরো লোকজনকে খবর দেয়। তারা তাদেরকে দ্রুত উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চমেকে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা