পিএসসিতে বসেই খাতা দেখতে হবে পরীক্ষকদের
- নিজস্ব প্রতিবেদক
- ২৪ জুন ২০২৪, ০০:০৫
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা থেকেই পিএসসি নীতিমালায় আসছে ব্যাপক পরিবর্তন। এখন থেকে পিএসসিতে বসেই দেখতে হবে লিখিত পরীক্ষার খাতা। আর উত্তরও লিখতে হবে ধারাবাহিকভাবে। উত্তরপত্রে প্রতিটি প্রশ্নের উত্তর লেখার জন্য দেয়া হবে নির্দিষ্ট পরিমাণ জায়গা। প্রশ্নের ক্রমিকের ধারাবাহিক ঠিক রেখে লিখতে হবে প্রতিটি প্রশ্নের উত্তর।
সূত্র জানায়, বছরে একটি বিসিএসের কার্যক্রম শেষ করতে পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতেও পরিবর্তন আনতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। যদিও এর আগে বিসিএসের কার্যক্রম দ্রুত শেষ করতে নানা পদক্ষেপ নেয়া হলেও তা সেভাবে আলোর মুখ দেখেনি। আগের তুলনায় বর্তমানে বিসিএসের কার্যক্রম শেষ হতে সময় কম লাগলেও কাক্সিক্ষত লক্ষ্য অর্জন করা যায়নি। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে বেশকিছু বিষয় সামনে এসেছে। এর মধ্যে লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নে অধিক সময় ব্যয় হওয়া এবং পরীক্ষার্থীদের উত্তর ক্রমানুসারে না থাকা অন্যতম।
সূত্র বলছে, পরীক্ষার্থীরা প্রশ্নের ক্রমানুসারে খাতায় উত্তর লিখলে তা মূল্যায়ন করতে সুবিধা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা