আজারবাইজান থেকে গ্যাস আনার প্রস্তাব বাংলাদেশের
- কূটনৈতিক প্রতিবেদক
- ১৬ জুন ২০২৪, ০০:০৫
মধ্য এশিয়ার দেশ আজারবাইজান থেকে প্রাকৃতিক গ্যাস আনার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে চায় ঢাকা। বাংলাদেশের এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে আজারবাইজান।
আজারবাইজানের রাজধানী বাকুতে গত শুক্রবার অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে (এফওসি) বাংলাদেশ এ প্রস্তাব দেয়। এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আর আজারবাইজান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী এলনুর মামমাডো।
এফওসিতে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ সহযোগিতার সব দিক নিয়ে আলোচনা হয়। উভয়পক্ষ উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করে। তারা নিষ্পত্তির অপেক্ষায় থাকা দ্বিপক্ষীয় চুক্তিগুলো সম্পাদনের প্রক্রিয়া দ্রুততর করতে সম্মত হন।
মাসুদ বিন মোমেন বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ ও জনশক্তি আমদানির জন্য আজারবাইজানের প্রতি আহ্বান জানান। দুইপক্ষ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, রোহিঙ্গা সঙ্কটসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মতবিনিময় করে। এর আগে পররাষ্ট্র সচিব আজারবাইজানের জ্বালানিবিষয়ক উপমন্ত্রী এলনূর সুলতানোভের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা