১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঘরমুখো মানুষের চাপ বেড়েছে ঢাকা আরিচা মহাসড়ক ও পাটুরিয়া ঘাটে

-

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। আজ শনিবার দুপুরের পর থেকে পাটুরিয়ার ফেরি ও লঞ্চঘাটে যাত্রীদের ভিড় চোখে পড়ে। তাদের অধিকাংশই ঢাকা, গাজীপুর ও এর আশপাশের বিভিন্ন এলাকার।
সরজমিনে দেখা যায়, অন্যান্য যানবাহনের চেয়ে বহু মানুষ মোটরসাইকেলে ঈদে বাড়ি ফিরছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার (১৫ জুন) সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পাটুরিয়া থেকে দৌলতদিয়ামুখী ১ হাজার ৬৭টি মোটরসাইকেল পার হয়েছে। এ সময় বাস পার হয়েছে ২১৩টি, প্রাইভেটকার ৪৪৩টি, মাইক্রোবাস ৮২টি, জিপ ৩টি, পিকআপ ৬৪টি, ডেলিভ্যারি ভ্যান ৫৫টি, সিএনজিচালিত অটোরিকশা ৪টি ও ট্রাক ১৯৩টি।
ঢাকার ধানমন্ডি এলাকায় বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন রিমন বাশার। গতকাল শনিবার দুপুরে ঈদের ভোগান্তি এড়াতে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে কুষ্টিয়ার কুমারখালী এলাকার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।
পাটুরিয়ার ২ নম্বর ঘাট এলাকায় কথা হয় গোল্ডেন লাইন পরিবহনের যাত্রী জেরিন আক্তার ও তার স্বামী মনির হোসেনের সাথে। তারা সাভারের আশুলিয়ায় গামের্ন্টে চাকরি করেন। মনির বলেন, স্ত্রী ও সন্তান নিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা সদরে গ্রামের বাড়িতে যাচ্ছেন। আগে ঈদে এই ঘাট ঘণ্টার পর ঘণ্টা সীমাহীন ভোগান্তি নিয়ে বাড়ি ফিরতে হতো। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে পাটুরিয়ায় সেই ভোগান্তি নেই। ঘাটে আসার আধা ঘণ্টার মধ্যেই বাস ফেরিতে ওঠায় সুযোগ পেয়েছি।
সকাল থেকে ঘাট এলাকায় যানবাহন ও যাত্রীর ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই পাটুরিয়া ঘাট পার হতে পারছেন। ফেরির পাশাপাশি পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২০টি লঞ্চ চলাচল করছে। ঘাটে যাত্রীদের ভোগান্তি নেই।
ফরিদপুরগামী মিলন আহমেদ বলেন, চাকরির সুবাদে ঢাকায় থাকি। বেশির ভাগ সময় আমি মোটরসাইকেলে যাতায়াত করি। যানবাহনের চাপ না থাকায় সরাসরি ফেরিতে মোটরসাইকেল নিয়ে যাচ্ছি। নবীনগর থেকে পাটুরিয়া পর্যন্তও তেমন যানজট নেই। বাসের চেয়ে মোটরসাইকেল যাত্রা বেশি আরামদায়ক।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো: খালেদ নেওয়াজ বলেন, সকাল ৬টা থেকে বেলা ৩টা পর্যন্ত পাটুরিয়া থেকে দৌলতদিয়া প্রান্তে ফেরির ৬২টি ট্রিপ দেয়া হয়েছে। এ সময় সবচেয়ে বেশি মোটরসাইকেল পার হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৮টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। ফলে যেকোনো যানবাহন ও যাত্রীরা ভোগান্তি ছাড়াই ফেরিতে নদী পার হতে পারছেন। গত বুধবার থেকে ঈদযাত্রা শুরু হলেও পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ ছিল না। তবে পোশাক কারখানা ছুটি হওয়ার পর শুক্রবার বিকেলের পর থেকে পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বেড়ে যায়।
মানিকগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক কে এম মেরাজ উদ্দিন বলেন, ঢাকা- আরিচা মহাসড়কসহ পাটুরিয়া ঘাট এলাকায় ট্রাফিক পুলিশের সদস্যরা কাজ করছেন। মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার নিশ্চিত করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement