ব্রহ্মপুত্রে নিখোঁজ সাবেক বিজিবি সদস্যের লাশ মিলল ১ দিন পর
- গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
- ১৬ জুন ২০২৪, ০০:০৫
ময়মনসিংহের গফরগাঁওয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদে ডুবে নিখোঁজ হওয়ার এক দিন পরে আজিজুল হক (৬৩) নামে এক সাবেক বিজিবির সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (১৫ জুন) বিকেল পৌনে ৬টার দিকে তেঁতুলিয়া বাজার এলাকায় নদের তীর থেকে ভাসমান অবস্থায় তার ফুলে যাওয়া লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার গফরগাঁও ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মৃত কেয়ামত আলীর ছেলে।
নিহতের পরিবার, পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে আজিজুল হক ব্রহ্মপুত্র নদের ওপারে চর আলগী ইউনিয়নের চণ্ডিচর এলাকায় ফসলি জমিজমার দেখতে যান। সেখানে বেলা ১১টা পর্যন্ত থাকায় পর বাড়ি ফেরার পথে সম্পর্কে তিন নাতনীকে নিয়ে কোষা নৌকা চড়ে ব্রহ্মপুত্র পার হচ্ছিলেন। কিন্তু তারা নদের মাঝখানে পৌঁছলে নৌকা পানিতে ডুবে যায়। নৌকাডুবির হইচই শব্দ শুনে অন্য নৌকায় থাকা স্থানীয় লোকজন এসে সুমাইয়া (১২), নূর জামিলা (১৪) ও মিম (১৫) নামে তিন নাতনীকে উদ্ধার করে তীরে উঠাতে পারলেও আজিজুল হক ডুবে নিখোঁজ হন।
এরপর শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে নদের পানির খরা স্রোতে স্বজনসহ স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা। দুপুর আড়াইটা থেকে ময়মনসিংহের ফায়ার সার্ভিসের ডুবরিদল আবার ব্রহ্মপুত্র নদে দীর্ঘ ৩ ঘণ্টা অভিযান চালিয়েও আজিজুল হককে উদ্ধার করতে না পেরে ফিরে যায়। এরপরে গতকাল শনিবার সকাল থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং আজিজুল হকের পরিবারের লোকজন ও এলাকাবাসী নিজ নিজ অবস্থান থেকে খোঁজাখুঁজি অব্যাহত রাখেন। অবশেষে তেঁতুলিয়া বাজার এলাকায় নদের তীরের কাছে লাশ পানিতে আজিজুলের লাশ ভাসতে দেখে স্থানীয়রা স্বজনদের খবর দেন। সংবাদ পেয়ে পুলিশসহ ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে এসে আজিজুল হকের ফুলে যাওয়া লাশ উদ্ধার করেন।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহীনূজ্জামান খান জানান, খবর পেয়ে তেঁতুলিয়া বাজার এলাকার ব্রহ্মপুত্র নদের তীর থেকে ভাসমান অবস্থায় ফুলে যাওয়া আজিজুলের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা