আগামী ৩ দিন বাড়বে বৃষ্টি গরমও থাকবে
বেশি জলীয়বাষ্পে ঝরবে ঘাম- নিজস্ব প্রতিবেদক
- ১৫ জুন ২০২৪, ০০:০৫
সামনের কয়েক দিন দেশে বৃষ্টি বাড়বে, গরমও থাকবে। দেশের কোথাও কোথাও তাপপ্রবাহ থাকারও আশঙ্কা রয়েছে। একই সাথে বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে তীব্র ঘাম হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে আগামী সোমবারের ঈদুল আজহার দিনে গরমে-ঘামে মানুষের মধ্যে তীব্র অস্বস্তিকর অবস্থা বিরাজ করতে পারে।
আজ শনিবার আষাঢ় মাসের প্রথম দিন, দিন-পঞ্জিকা মতে আনুষ্ঠানিক বর্ষাকাল শুরু হচ্ছে। যদিও বর্ষাকাল ক্যালেন্ডারের হিসাব মতো চলে না অথবা আসেও না। এ বছর বাংলাদেশে ১৫ দিন আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবার ঘূর্ণিঝড় রেমালের সাথে সাথেই বাংলাদেশে প্রবেশ করেছে। আবহাওয়াবিদরা বলছেন, এমন সাধারণত খুব কমই হয়। মে মাসের শেষের দিকে প্রায় বছরই বাংলাদেশে একটি ঘূর্ণিঝড় হয়ে থাকে কিন্তু এর সাথে মৌসুমী বায়ুর সম্পর্ক থাকে না। এবার মৌসুমী বায়ুকে সাথে নিয়েই রেমাল বাংলাদেশে প্রবেশ করেছে। যদিও মৌসুমী বায়ু প্রবেশের পরপরই বাংলাদেশে ঝমঝম করে বৃষ্টি হয়নি। বিভিন্ন স্থানে মাঝেমধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে, সর্বত্র নয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, আবহাওয়া বিভাগের পর্যবেক্ষণ অনুযায়ী তাদের কাছে যে তথ্য রয়েছে তাতে আগামী সোমবার পর্যন্ত দেশে তাপমাত্রা বাড়বে। খুলনা বিভাগসহ কয়েকটি জেলায় থাকতে পারে তাপপ্রবাহ। তবে দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অর্থাৎ দেশের অন্যত্র তাপমাত্রা খুব বেশি বাড়বেও না, কমবেও না। তবে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে সারা দেশে বর্তমান বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
বৃষ্টি হয়ে গেলে কিছুটা রোদও পাওয়া যায়। এ সময়ের তীব্র রোদের কারণে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পেয়ে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। জুন মাসের এ সময়ে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে। ফলে তাপমাত্রা যতটুকুই পাওয়া যাবে তাতেই অসহনীয় অবস্থার সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে মানুষের মধ্যে সৃষ্টি হতে পারে প্রচণ্ড ঘাম।
চিকিৎসকরা জানিয়েছেন, এ সময়ে প্রচুর পানি পান করতে না পারলে হিটস্ট্রোকের অবস্থা হতে পারে। যাদের খুব বেশি ঘাম হবে এবং এদের মধ্যে যাদের উচ্চ রক্তচাপ নেই তাদের উচিত মাঝেমধ্যে খাবার স্যালাইন পান করা। ঘাম হওয়ার ফলে যে দুর্বলতা সৃষ্টি হবে খাবার স্যালাইন তা রোধ করতে সহায়তা করে। কিন্তু বেশি বেশি খাবার স্যালাইন খাওয়া উচিত নয়। বয়স্কদের জন্য খাবার স্যালাইন উচ্চ রক্তচাপের মাত্রা বাড়াবে।
আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আজ একই সময় পর্যন্ত খুলনা বিভাগসহ গোপালগঞ্জ বিভাগে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং জলীয়বাষ্পের আধিক্যের কারণে মানুষের মধ্যে অস্বস্তি বিরাজ করতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় খুলনায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় ২৩ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে গতকাল সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩২.৫ ও ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা