১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সুপার এইটের পথে বাংলাদেশ

২৬ বলে ৩৫ রানের ইনিংসে অফ সাইডে শট খেলছেন তানজিদ তামিম : ক্রিকইনফো -

সাকিব আল হাসানের হাফসেঞ্চুরি এবং স্পিনার রিশাদ হোসেনের দারুণ বোলিংয়ে টি-২০ বিশ^কাপের সুপার এইটে খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ। গ্রুপ ‘ডি’তে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ২৫ রানে হারিয়েছে নেদারল্যান্ডসকে। এই জয়ে ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে নেদারল্যান্ডস। নেপাল ২ ম্যাচে ও শ্রীলঙ্কা ৩ ম্যাচে সমান ১ করে পয়েন্ট সংগ্রহ করেছে। বাংলাদেশের জয়ে গ্রুপ পর্ব থেকে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হলো।
গ্রুপ ‘ডি’তে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৫৯ রান। সাকিবের ৬৪ ছাড়াও তানজিদ হাসান তামিম ২৬ বলে ৩৫ এবং মাহমুদুল্লাহ রিয়াদ ২১ বলে ২৫ রান করেন। জবাবে খেলতে নেমে টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বিশেষ করে লেগ স্পিনার রিশাদের ৩ উইকেট প্রাপ্তিতে ৮ উইকেটে ১৩৪ রানে গুটিয়ে যায় ডাচরা। ২৫ রানের রোমাঞ্চকর জয় নিয়ে সুপার এইটের টিকিট কাটে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে হারায় বাংলাদেশ। অফ স্পিনার আরিয়ান দত্তর বলে রিভার্স সুইপ করে স্লিপে ক্যাচ দেন ৩ বলে ১ রান করা শান্ত। আরিয়ানের করা চতুর্থ ওভারের প্রথম বলে বিদায় নেন ২ বলে ১ রান করা লিটন। ২৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। পাওয়ার প্লেতে ২ উইকেটে ৫৪ রান করে বাংলাদেশ।
সাকিবের সাথে তালমিলিয়ে রানের চাকা দ্রুত ঘুরিয়েছেন তানজিদও। নবম ওভারে পেসার পল ভ্যান মিকেরেনের শর্ট বলে মিড উইকেটে বাস ডি লিডকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন ৫টি চার ও ১টি ছক্কায় ২৬ বলে ৩৫ রান করা তানজিদ। তৌহিদ হৃদয় (৯) স্পিনার টিম প্রিঙ্গলের বলে কাট করতে গিয়ে বোল্ডআউট হন। পরের ওভারে টি-২০তে ১৩তম হাফসেঞ্চুরি পূর্ণ করেন ৩৮ বল খেলা সাকিব। এরপরই মিকেরেনের শর্ট বলে পুল করে ডিপ মিড উইকেটে এঙ্গেলব্রেখটের হাতে ধরা পড়েন মাহমুদুল্লাহ (২৫)। ইনিংসের শেষ ১৫ বলে অবিচ্ছিন্ন ২৯ রান যোগ করে বাংলাদেশকে লড়াকু সংগ্রহ এনে দেন সাকিব ও জাকের আলি অনিক। ৯টি চারে ৪৬ বলে অপরাজিত ৬৪ রান করেন সাকিব। ৩টি বাউন্ডারিতে ৭ বলে ১৪ রান করেন জাকের। আরিয়ান ও মিকেরেন ২টি করে উইকেট নেন।
জবাবে খেলতে নেমে ওপেনার মিশেল লেভিটকে (১৮) রানে শিকার করেন তাসকিন। আরেক ওপেনার ম্যাক্স ও দাউদকে ১২ রানে ফেরান তানজিদ হাসান সাকিব। বিক্রমজিত ও এঙ্গেলব্রেখট বড় জুটি গড়ার চেষ্টা করে এগিয়েও যান। ১৬ বলে ২৬ রান করা বিক্রমজিতকে ফিরিয়ে জুটি ভাঙেন মাহমুদুল্লাহ। রিশাদের প্রথম শিকার এঙ্গেলব্রেখট, দ্বিতীয় শিকার বাস ডি লিডে (০) এবং তৃতীয় শিকার লোগান ভ্যান বিক (২)। মাঝে মোস্তাফিজ অ্যাডওয়ার্ডকে (২৫) ফেরালে জয় থেকে দূরে সরে যায় ডাচরা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৪ রানে থামে তারা। ফলে ২৫ রানের জয় পায় বাংলাদেশ।
ম্যান অফ দ্য ম্যাচ: সাকিব আল হাসান


আরো সংবাদ



premium cement
ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের আরো ৫০ কোটি মার্কিন ডলারের সহায়তা ঘোষণা র‌্যাংকিংয়ে উন্নতি সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের পাকিস্তান টেস্ট দলের কোচের দায়িত্ব ছাড়লেন গিলেস্পি চৌগাছায় গৃহবধূ রাবেয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ৯০ শতাংশ ধ্বংস করার দাবি ইসরাইলের ইজতেমা ময়দানে সা’দপন্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা চেয়ে স্মারকলিপি প্রদান ‘শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন ক্যারিশম্যাটিক লিডার’ ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৪১ গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত শহীদ বুদ্ধিজীবীদের আদর্শের দেশ গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে : রাষ্ট্রপতি বানিয়াচংয়ে ট্রাকচাপায় মোটরসাইকেলআরোহী নারী নিহত

সকল