বাংলাদেশের বাধা আজ নেদারল্যান্ড
- ক্রীড়া প্রতিবেদক
- ১৩ জুন ২০২৪, ০০:০০
এবারের টি-২০ বিশ্বকাপে গ্রুপ অব ডেথ খ্যাত ‘ডি’ গ্রুপ থেকে যেমন এক দলের নিশ্চিত হয়েছে সুপার এইট, ঠিক তেমনই আরেক দলের বেজেছে বিদায়ের ঘণ্টা। এই গ্রুপ থেকে টানা তিন ম্যাচ জিতে ইতোমধ্যেই সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। সেই সাথে পর পর দুই ম্যাচ হেরে এবং একটি পরিত্যক্ত হওয়ায় ছিটকে গেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। আর এই গ্রুপেই রয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত বিশ্বকাপে দু’টি ম্যাচ খেলেছে টাইগাররা। যার মধ্যে একটিতে জয় ও একটিতে হার নিয়ে এখনো ভালো অবস্থানে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারানো বাংলাদেশ ভাগ্যের ফেরে দ্বিতীয় ম্যাচে হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছে। আার এজন্যই জয়ের ধারায় ফেরার লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিসেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ৮টা ৩০ মিনিটে। সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে টাইগারদের অতিক্রম করতে হবে নেদারল্যান্ডস বাধা। আর হারলে পড়তে হবে যদি কিন্তুর সমীকরণে।
টুর্নামেন্টে ফর্ম বিবেচনায় নেদারল্যান্ডসের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। টাইগারদের সুপার এইটের পথেও সবচেয়ে বড় বাধা এখন নেদারল্যান্ডস। যদিও টি-২০ বিশ্বকাপে দলটির তুলনায় এগিয়ে বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডসকে দুইবার হারিয়েছে টাইগাররা। ২০১৬ সালে ধর্মশালায় এবং ২০২২ সালে হোবার্টে ডাচদের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। সব মিলিয়ে চারবারের সাক্ষাতে ডাচদের বিপক্ষে তিন ম্যাচ জিতেছে টাইগাররা।
ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে অবশ্য ৮৭ রানের হারের লজ্জা পেয়েছিল বাংলাদেশ। ওই হারের কারণে সমালোচনার মুখে পড়েছিল লাল-সবুজের জার্সিধারীরা। আবার অন্য ফরম্যাটের বিশ্বকাপে নেদারল্যান্ডসের সাথে দেখা হচ্ছে বাংলাদেশের। ধারণা করা হচ্ছে আবার হারের লজ্জায় পড়তে পারে টাইগাররা। বাংলাদেশের মতো তাদেরও রয়েছে দুই পয়েন্ট। ১৯.২ ওভারে নেপালকে তারা আটকে দিয়েছিল মাত্র ১০৬ রানে। ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছিল তারা। তাতে জয় ৬ উইকেটের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটে ১০৩ রান করতে পেরেছিল ডাচরা। প্রোটিয়াদের জয় পেতে ৬ উইকেট হারাতে হয়েছিল। অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস তো বলেই দিলেন, ‘বাংলাদেশকে হারিয়েই সুপার এইটের পথ সহজ করতে চাই। দ্বিতীয় রাউন্ডে যেতে সর্বোচ্চটাই দিতে মরিয়া সকলে। আমরা সাউথ আফ্রিকার কাছে হেরেছি তারাও হেরেছে। সেটিই আমাদের প্রেরণা।’
শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর ২ উইকেটে জয় দিয়ে বিশ^কাপ শুরু করেছিল টাইগাররা। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে মাত্র ১১৩ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানের হারে হৃদয় ভাঙ্গে বাংলাদেশের। তবে ক্রিকেটপ্রেমীদের বিশ্বাস, ডাচদের কাছে ওয়ানডে বিশ^কাপে লজ্জাজনক হারের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠবে বাংলাদেশ। অবশ্য অতীত নিয়ে চিন্তা করতে রাজি নয় টাইগাররা। বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব বলেন, ‘নেদারল্যান্ডসের কাছে আমরা যে ম্যাচে হেরেছিলাম, সেটি এখন অতীত। ঐটা ছিল ওয়ানডে ফরম্যাট। কিন্তু এটা ক্রিকেটের ভিন্ন ফরম্যাট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের খুব কাছে গিয়ে হারের পরও আমরা দল হিসেবে খুব ভালো অবস্থায় আছি। আমাদের দলের ঐক্য খুবই শক্তিশালী। নিজেদের পারফরম্যান্সের ধারা অব্যাহত রাখতে পারলে তাহলে বিশ্বের যেকোনো দলকে হারাতে পারি বলেই আমি মনে করি। হতে পারে আজই আবার শুরু হবে।’
তানজিম আরো জানান, সুপার এইট নিশ্চিত করতে গ্রুপের শেষ দুই ম্যাচ জিততে মরিয়া বাংলাদেশ। ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার এখন অতীত। আমাদের হাতে দু’টি ম্যাচ আছে, ওই দুই ম্যাচ জিততে হবে আমাদের। আমরা আত্মবিশ্বাসী, ওই দুই দলকে আমরা হারাতে পারব। ডাচদের দিয়েই সেটি শুরু করতে চাইছে পুরো দল।’
বাংলাদেশ দলের বড় দুশ্চিন্তা সেরা তারকা সাকিব আল হাসানের অফ ফর্ম। গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি জ্বলে উঠবেন বলেই প্রত্যাশা টাইগার শিবিরে। গত দুই ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি সাকিব। দক্ষিণ আফ্রিকার কাছে হারের কারণ হিসেবে ব্যাট হাতে সাকিবের রান না পাওয়াকে দোষারোপ করা হচ্ছে। তার অফ ফর্মের পরও বাংলাদেশ দলে কোন পরিবর্তনের সম্ভাবনা নেই।
বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভির ইসলাম, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
রিজার্ভ : আফিফ হোসেন, হাসান মাহমুদ।
নেদারল্যান্ডস দল : স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিড, ড্যানিয়েল ডোরাম, ফ্রেড ক্লাসেন, লোগান ভ্যান বিক, ম্যাক্স ও’ডাউড, মাইকেল লেভিট, পল ভ্যান মিকেরিন, সাইব্রান্ড এঙ্গেলব্রেচ, তেজা নিদামানুরু, টিম প্রিঙ্গেল, বিক্রম সিং, ভিভ কিংমা ও ওয়েসলি বারেসি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা