মালয়েশিয়ায় ১২৩ অবৈধ বাংলাদেশী গ্রেফতার
- আশরাফুল মামুন মালয়েশিয়া
- ০৯ জুন ২০২৪, ০০:০০, আপডেট: ০৮ জুন ২০২৪, ২২:৫৯
মালয়েশিয়া জোহর প্রদেশ ইমিগ্রেশন বিভাগ পৃথক অভিযান চালিয়ে ২১৪ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে। এর মধ্যে প্রথম অভিযানে ৫৩ জন এবং দ্বিতীয় অভিযানে ৭০ জনসহ মোট ১২৩ জন বাংলাদেশী রয়েছেন। মালয়েশিয়ার পন্টিয়ান : কাম্পুং বেলোকক এবং জোহর বারুতে জালান লিংকারান দালামের কাছে দু’টি পৃথক স্থানে শ্রমিকদের বসতিতে এ অভিযান চালানো হয়।
ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর-জেনারেল (অপারেশনস) জাফরি এমবোক ত্বহা বলেন, স্থানীয় সময় শনিবার (৮ জুন) দুপুর পৌনে ১টায় তারা প্রথম অভিযান চালান। এ সময় কাগজপত্রবিহীন অভিবাসীদের আশ্রয় দেয়ার জন্য স্থানীয় দুই মালয়েশিয়ানকেও গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, মোট ২৫২ জনের বৈধতা চেক করা হয়েছিল তাদের মধ্যে ৯২ জনকে বিভিন্ন অপরাধের জন্য গ্রেফতার করা হয়েছে।
প্রথম অভিযানে আটকদের মধ্যে বাংলাদেশী রয়েছে ৫৩ জন, চীনের ৩০ জন, ভারতের চারজন, ইন্দোনেশিয়ার চারজন এবং পাকিস্তানের একজন ।
জাফরি বলেন, দ্বিতীয় অভিযানটি ডাঙ্গা সিটি মলের কাছে চালানো হয়। এ অভিযানে মোট ৭২৫ জনকে চেক করার পর ১২২ জনকে বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য গ্রেফতার করা হয়েছে।
দ্বিতীয় অভিযানে বাংলাদেশের ৭০ জন, ইন্দোনেশিয়ার ৩১ জন, মিয়ানমারের ২০ জন এবং পাকিস্তানের একজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে এক বাংলাদেশীর (ইউএনএইচসিআর) কার্ড শো করে নিজেকে রোহিঙ্গা শরণার্থী দাবি করে। পরে জানা যায় সে রোহিঙ্গা নয়, বাংলাদেশী। গ্রেফতারকৃত সবাইকে পরবর্তী পদক্ষেপের জন্য জোহর বারুর সেতিয়া ট্রপিকার বিভাগের সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা