মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী কাল দিল্লি যাচ্ছেন
- কূটনৈতিক প্রতিবেদক
- ০৭ জুন ২০২৪, ০০:০৫
টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার সকালে দিল্লি যাচ্ছেন। রোববার সন্ধ্যায় দক্ষিণ এশিয়ার অন্যান্য নেতার সাথে তিনি মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। পরদিন দুপুরে প্রধানমন্ত্রী ঢাকা ফিরে আসবেন।
সদ্যসমাপ্ত ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের (এনডিএ) বিজয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান নরেন্দ্র মোদিকে গত বুধবার রাতে টেলিফোন করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লোকসভা নির্বাচনে টানা তৃতীয়বার বিজেপির নেতৃত্বাধীন এনডিএ বিজয়ী হওয়ায় বাংলাদেশের জনগণ, সরকার, ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে তিনি মোদিকে এ অভিনন্দন জানিয়েছেন। এ সময় নরেন্দ্র মোদি ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। শেখ হাসিনা তার আমন্ত্রণ গ্রহণ করেন।
ফোনালাপে শেখ হাসিনা বলেন, আপনার (নরেন্দ্র মোদি) শক্তিশালী নেতৃত্বের কারণে এনডিএর এই বিজয় অর্জন সম্ভব হয়েছে। এই বিজয়ের মধ্য দিয়ে ভারত ও তার জনগণ বিশ্ব অঙ্গনে আরো এগিয়ে যাবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে সৌহার্দ্যপূর্ণ, বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় থাকবে।
একই দিন এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের ‘বিশ্বস্ত বন্ধু’ হিসেবে আখ্যায়িত করে বলেন, আপনি যখন তৃতীয়বারের মতো সরকারপ্রধানের যাত্রা শুরু করবেন, তখন আমাদের বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ সম্পর্ক সব ক্ষেত্রেই অব্যাহত থাকবে। এটি আমার দৃঢ় বিশ্বাস। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, ভারতের বিশ্বস্ত বন্ধু হিসেবে বাংলাদেশ দুই দেশের জনগণের উন্নতির পাশাপাশি একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অঞ্চলের জন্য একসাথে কাজ করে যাবে।
বাংলাদেশে গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে টানা চতুর্থবার ক্ষমতায় আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদি।
ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩টি এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ২৩৪টি আসনে জিতেছে। একক দল হিসাবে বিজেপি ২৪০টি আসন পেয়েছে। সরকার গঠন করতে প্রয়োজন হয় ২৭২টি আসন। জোটসঙ্গীদের সাথে নিয়ে বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে। আর বিজেপি প্রধান হিসেবে নরেন্দ্র মোদি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন। এর আগের নির্বাচনে একক দল হিসেবে বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসন জিতে সরকার গঠন করেছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা