১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাপুয়া নিউগিনির বিপক্ষে ঘাম ঝরানো জয় ওয়েস্ট ইন্ডিজের

-

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে টি-২০ বিশ্বকাপের আয়োজক। আসরের মূল উদ্বোধন হয়েছে গতকাল সকালে যুক্তরাষ্ট্রে। সেখানে ৭ উইকেট কানাডাকে হারিয়ে দারুণ শুরু করে স্বাগতিক যুক্তরাষ্ট্র। আসরের সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজে দ্বিতীয় উদ্বোধন হলো বিশ্বকাপের। সেই ম্যাচে বৃষ্টির হানা। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে দুর্বল পাপুয়া নিউগিনি। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে ঘাম ঝরানো জয় পেল ওয়েস্ট ইন্ডিজ।

১৩৭ রানের টার্গেটকে সামনে রেখে খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই জনসন চার্লসকে ০ রানে সাজঘরের পথ দেখান আলেই নাও। ১.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৮ রান করতেই শুরু হয় বৃষ্টি। আবার খেলা শুরু হলে নিকোলাস পুরানকে নিয়ে ৫৩ রানের জুটি গড়েন ব্রেন্ডন কিং। এরপর ২৭ রানে কারিকোর বলে উরাকে ক্যাচ দিয়ে ফেরেন পুরান। ভালার বলে ৩৪ রান করে ফেরেন কিং। ৬৩ রানে তৃতীয় উইকেটের পতন। অধিনায়ক রভম্যান পাওয়েলের ব্যাট থেকে আসে ১৫। শার্ফেন রাদারফোর্ডকে ২ রানের বেশি করতে দেননি ভালা। শেষ পর্যন্ত আন্দ্রে রাসেলকে সাথে নিয়ে ৬ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে ১৩৭ রান করলে জয় নিয়ে মাঠ ছাড়েন রোস্টন চেজ। ৪২ রানে রোস্টন ও ১৫ রানে অপরাজিত থাকেন রাসেল।

গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারায় নিউগিনি। রোমারিও শেফার্ডের বলে নিকোলাস পুরানের তালুবন্দী হন ৪ রান করা টনি উরা। ২ রান যোগ হতেই আকিল হোসেইনের বলে আউট লেগা সিয়াকা। এরপর অধিনায়ক আসাদ ভালা ব্যক্তিগত ২১ ও দলীয় ৩৪ রানে আলজারি জোসেফের শিকার। গুদাকেশ মতি ২ রানের বেশি করতে দেননি হিরি হিরিকে। সিসি বাও ৪৪ রানের জুটি গড়েন চার্লস আমিনিকে সাথে নিয়ে। ব্যক্তিগত ১২ রানে আন্দ্রে রাসেলের বলে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন আমিনি।
লড়াই করেন সিসি বাও। নিউগিনিকে সম্মানজনক স্কোরে পৌঁছান আন্তর্জাতিক টি-২০তে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি করে। ৫০ পূর্ণ করেই জোসেফের বলে বোল্ড হন তিনি। শেষদিকে ১৭ বলে অপরাজিত ২৫ রানের ইনিংস খেলেন কিপলিন দোরিগো। শেফার্ড ও রাসেল নেন দু’টি করে উইকেট।


আরো সংবাদ



premium cement