১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
আইএফআইসি ব্যাংক

তিন দিনে ৩.৮৫ কোটি শেয়ার কিনলেন সালমান এফ রহমানের ছেলে

-

তিন দিনে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংকের তিন কোটি ৮৫ লাখ ৩৫ হাজার শেয়ার কিনেছেন সালমান এফ রহমানের ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমান। গত সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে সায়ান এই শেয়ার কেনার ঘোষণা দেন। ৩০ কার্যদিবসের মধ্যে সাধারণ বাজার ও ব্লক মার্কেট থেকে তিনি এই শেয়ার কিনবেন বলে ঘোষণায় উল্লেখ করা হয়। তবে ঘোষণার দুই দিন পরই গত বৃহস্পতিবার ডিএসই থেকে জানানো হয়েছে, সায়ান শেয়ার কেনা সম্পন্ন করেছেন।
ব্যাংকটির ওয়েবসাইটের তথ্য বলছে, বর্তমানে ব্যাংকটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আহমেদ সায়ান ফজলুর রহমান। ব্যাংকটিতে তিনি নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি। সায়ান যে সময় আইএফআইসি ব্যাংকের শেয়ার কেনার ঘোষণা দেন, সে সময় ব্যাংকটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৮ টাকা ৮০ পয়সা। সায়ানের শেয়ার কেনার ঘোষণা আসার পর দুই দিনে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে ৯ টাকা ৯০ পয়সায় ওঠে।
ডিএসই গতকাল তাদের ওয়েবসাইটে জানায়, সায়ানের শেয়ার কেনা সম্পন্ন করেছেন। এই তথ্য আসার পর আইএফআইসি ব্যাংকের শেয়ারের ক্রেতা সঙ্কট দেখা দিয়েছে। এ প্রতিবেদন লেখার সময় ব্যাংকটির ১১ লাখের বেশি শেয়ার দিনের সর্বনিম্ন দামে বিক্রির আদেশ এলেও ক্রয় আদেশের ঘর শূন্য হয়ে পড়ে। গতকাল সর্বশেষ লেনদেনে দর ছিল ৯ টাকা ৫০ পয়সা বলে ডিএসইর তথ্য থেকে জানা গেছে।


আরো সংবাদ



premium cement