সরকারের বিদায়ের সময় হয়ে গেছে : ফখরুল
- নিজস্ব প্রতিবেদক
- ২৯ মে ২০২৪, ০০:০০
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার পচে গেছে। দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। যতই মুখে কথা বলুক, যা-ই বলুক আসলে তাদের কোনো অস্তিত্ব নাই। তার প্রমাণ একেক করে সব জায়গায় হচ্ছে। তিনি বলেন, ‘আসলে তাদের সময় হয়ে গেছে। আমি বলব, ঘোরাঘুরি অনেক করেছেন, বহু করেছেন। এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে সঠিকভাবে যেন আপনার দাফন-টাফন ঠিক মতো হয়, আপনাকে মানুষ যেন মনে রাখতে পারে সেভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেন।’
গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এ দেশকে বাঁচাতে হলে নতুন চিন্তাভাবনা নিয়ে এগোতে হবে। সেই নতুন চিন্তাভাবনার মধ্যে অবশ্যই এ দেশের মানুষ, ভূরাজনীতি সব সামনে নিয়ে চিন্তাকে সুনির্দিষ্টভাবে নিয়ে যেতে হবে। সেখানে সব দেশপ্রেমিক মানুষ, সকল রাজনৈতিক শক্তি যারা দেশকে ভালোবাসেন তাদের সবার আজকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে এসে এ দেশকে ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা করতে হবে। তিনি আরো বলেন, আমাদের এখানে কথা বলাও বিপদ, চলাও বিপদ, আন্দোলন করাও বিপদ, সবই বিপদ। তার মধ্যেই এই বিপদ থেকে কাটিয়ে উঠে আমাদের সাহস করে রুখে দাঁড়াতে হবে। আমাদের ন্যায্য যে দাবি সেই দাবিটা আদায় করতে হবে। অর্থাৎ আমরা অন্য কোনো কিছু চাই না, আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই, সেই নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তারজন্য অবশ্যই আমাদের আন্দোলন বহাল থাকবে শুধু নয়, এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।
মির্জা ফখরুল বলেন, আমাদের হারানোর কিছু নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে পাঞ্জা লড়ছেন মৃত্যুর সাথে কিন্তু কখনো আপস করেননি, মাথানত করেননি। আসুন আমরাও সেদিকে এগিয়ে যাই।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ‘মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান বীর উত্তমের ভূমিকা এবং তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অনন্য অবদান’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
ওরা দেশ লুট করছে, ওদের চামড়া মোটা : মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকারকে নিয়ে কথা বলতে আমার আর ইচ্ছা করে না। কত বলব? ওদের তো চামড়া মোটা হয়ে গেছে। তাদের লক্ষ্য একটাই, লুট করো। পঞ্চদশ সংশোধনী করে বাংলাদেশের ১২টা বাজানো হয়েছে। আমাদের যে সিস্টেম ছিল যে, কেয়ারটেকার গভর্মেন্টের অধীনে নির্বাচন করব সেটাকে বদলিয়ে আবার দলীয় সরকার নিয়ে এলো। শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এটা করা হয়েছে। তিনি বলেন, আজকে সাবেক সেনাপ্রধান আজিজের (আজিজ আহমেদ) কথা বলা হচ্ছে। আজিজ কার সৃষ্টি, কাদের সৃষ্টি? আজিজের অবস্থান কোথায় ছিল কোথায় টেনে তোলা হয়েছে। আজকে বেনজীর আহমেদের হাজার হাজার অপকর্ম বেরুচ্ছে। তার লুটের ইতিহাস সামনে আসছে।
তরুণদের এগিয়ে আসতে হবে : মির্জা ফখরুল বলেন, আমাদের তো বয়স হয়ে গেছে। আমরা কি রাইফেল ধরতে পারব, আমরা কি রাস্তায় দাঁড়িয়ে মারামারি করতে পারব, পারব না। আমাদের দরকার ইয়াং জেনারেশন। যখন আমরা একাত্তর সালে যুদ্ধে ছিলাম আমরা সবাই (মুক্তিযোদ্ধারা) তরুণ ছিলাম, সবাই যুবক ছিলাম। মাথার মধ্যে কিছু ছিল না দেশ স্বাধীন করতে হবে এটা ছাড়া। ইট ইজ দ্য অনলি গোল। কে কী হবে না হবে সবাই দলমত নির্বিশেষে এক হয়ে গিয়েছিল। আজকে সেই সময় এসে গেছে। এই লড়াইয়ে আমাদের নামতে হবে। এই লড়াইয়ে যদি আমরা পরাজিত হই আমরা নিশ্চিহ্ন হয়ে যাব।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজলুর রহমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, মুক্তিযোদ্ধা দলের এমএ আবদুল হালিম মিঞা, মোবারক হোসেন, সারোয়ার আলম, মিয়া মো: আনোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা