১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জাতিসঙ্ঘ মহাসচিবের সাথে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী

-

জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জন প্যারির সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র এন্টিগা অ্যান্ড বারবুডার রাজধানী সেন্ট জনসে জাতিসঙ্ঘ আয়োজিত ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রের (সিডস) চতুর্থ সম্মেলন শেষে আগামী বৃহস্পতিবার শান্তিরক্ষী আন্তর্জাতিক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসঙ্ঘের অনুষ্ঠানে যোগ দেবেন ড. হাছান মাহমুদ। তিন দিনের নিউ ইয়র্ক সফরে জাতিসঙ্ঘ মহাসচিব, শান্তিরক্ষাকার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ছাড়াও জাতিসঙ্ঘের ৭৮তম সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ও মিয়ানমারে জাতিসঙ্ঘ মহাসচিবের বিশেষ দূতের সাথে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি ইসলামী সহযোগিতা সংস্থাভুক্ত (ওআইসি) দেশগুলোর রাষ্ট্রদূতদের উদ্দেশে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বক্তৃতা দেবেন। দিবসটি উপলক্ষে তিনি জাতিসঙ্ঘে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত অনুষ্ঠানেও যোগ দেবেন।
এদিকে সেন্ট জনসে স্থানীয় সময় গত সোমবার দুপুরে আমেরিকান ইউনিভার্সিটি অব এন্টিগার মিলনায়তনে জাতিসঙ্ঘের গ্রুপ অব ফ্রেন্ডস অন ভিশন আয়োজিত সর্বজনীন চক্ষুসেবাবিষয়ক আলোচনায় ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ দৃষ্টিপ্রতিবন্ধকতা এবং অন্ধত্বের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে নেতৃত্বের ভূমিকা পালন করবে। ইউনাইটেড ন্যাশনস গ্রুপ অব ফ্রেন্ডস অন ভিশনের কো-চেয়ার হিসেবে বাংলাদেশ জাতিসঙ্ঘের দৃষ্টিবিষয়ক বিশেষ দূত নিয়োগ এবং ২০২৬ সালে বিশ্ব চক্ষু স্বাস্থ্য সম্মেলন বা গ্লোবাল আই হেলথ সামিট আয়োজন সমর্থন করে।
ড. হাছান বিশ্বব্যাপী সবার জন্য চোখের চিকিৎসা উন্নতির লক্ষ্যে ২০২১ সালে ‘সবার জন্য দৃষ্টি’ বিষয়ে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ঐতিহাসিক প্রস্তাব গ্রহণের ক্ষেত্রে এন্টিগা অ্যান্ড বারবুডা এবং আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের নেতৃত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ২০০টি কমিউনিটি আই সেন্টার প্রতিষ্ঠা করেছেন। ২০২৯ সাল নাগাদ আরো ২৫০টি আই সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ উদ্যোগে দেশব্যাপী ১৪ হাজার ৫০০ কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে চোখের প্রাথমিক যতœ ও চিকিৎসা পরিষেবা প্রদান আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।
পররাষ্ট্রমন্ত্রী বিশ্বব্যাপী দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য সরকারি অবকাঠামোগুলোতে সুবিধা নিশ্চিত করা, শিক্ষা উপকরণের উন্নয়ন এবং ডিজিটাল সাক্ষরতা প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
এন্টিগা অ্যান্ড বারবুডার পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসঙ্ঘে আয়ারল্যান্ড ও পর্তুগালের স্থায়ী প্রতিনিধিরা বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে চোখের যতœ ও চিকিৎসায় বৈষম্য মোকাবেলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

 


আরো সংবাদ



premium cement
লজ্জার ধবলধোলাই বাংলাদেশ সিরিয়ার সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহারে অস্বীকৃতি ইসরাইলের ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা

সকল