১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে ১ জনের পা বিচ্ছিন্ন : আহত ২

-

কক্সবাজারের উখিয়ার পাশের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশী দুই নাগরিক গুরুতর আহত হয়েছে। গতকাল শুক্রবার রাত সোয়া ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ৩২ ও ৩৩ নম্বর পিলারের মাঝামাঝি এলাকা সংলগ্ন মিয়ানমার অভ্যন্তরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন, ঘুমধুম ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলম। আহতরা হলেন- নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমকুল এলাকার হাবিবুর রহমানের ছেলে নবী হোসেন ওরফে সোনা মিয়া (১৬) এবং একই এলাকার আবুল কালামের ছেলে আবু তাহের (৩০)। মোহাম্মদ আলম বলেন, শুক্রবার রাতে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ৩২ ও ৩৩ নম্বর পিলারের মাঝামাঝি এলাকা সংলগ্ন মিয়ানমার অভ্যন্তরে আকস্মিক বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সীমান্তের মিয়ানমার অভ্যন্তর দিক থেকে আহত দুই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় আসতে দেখে স্থানীয়রা। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে আসে। এ সময় তাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। আহতের স্বজনরা জানিয়েছেন, সীমান্তে মিয়ানমার অভ্যন্তরে মাইন বিস্ফোরণে দুইজন আহত হয়েছে। আহতদের মধ্যে নবী হোসেন ওরফে সোনা মিয়ার ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। এ ছাড়া আবু তাহেরও শরীরের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছে। স্থানীয় ইউপি সদস্য বলেন, প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গেছে, তাতে ধারণা করা হচ্ছে মিয়ানমার থেকে চোরাই পথে গরু আনতে গিয়ে বাংলাদেশী এ দুই নাগরিক আহত হয়েছে। তবে রাত সাড়ে ১০টা পর্যন্ত আহত বাংলাদেশী দুইজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়নি বলে হাসপাতালের একটি সূত্র নিশ্চিত করে।

 


আরো সংবাদ



premium cement
বাকৃবিতে ১২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ভাষা উৎসব শুরু টঙ্গীতে শূরায়ে নেজামপন্থীদের বিক্ষোভ সমাবেশ চট্টগ্রামে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশ সীমান্তে নিজের বন্দুকের গুলিতে আহত বিএসএফ সদস্য ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা হামলার হুমকি বোয়ালখালীতে ডোবায় পড়ে শিশুর মৃত্যু আল্লাহর নীতির বাস্তবায়ন ছাড়া শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় : মজিবুর রহমান চাটমোহরে কৃষকলীগ নেতাসহ গ্রেফতার ৭ সাকিবের বোলিং অ্যাকশন বৈধ অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইরানের দুর্বল হওয়া ভারতের জন্য কতটা উদ্বেগের

সকল