৩৪ হাজার ৭৪১ জন বাংলাদেশী হজযাত্রী সৌদি পৌঁছেছেন
- বাসস
- ২৩ মে ২০২৪, ০০:০৫
পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে ৮৭টি ফ্লাইটে বুধবার পর্যন্ত মোট ৩৪ হাজার ৭৪১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
গতকাল এক হজ বুলেটিনে এই তথ্য জানানো হয়।
বুলেটিনে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৩৯টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ২৮টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ২০টি হজ ফ্লাইটে মোট ৩৪ হাজার ৭৪১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩০ হাজার ৯৯৪ জন হজযাত্রী সৌদি আরব গেছেন।
এ বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় মোট চার হাজার ৫৬২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮০ হাজার ৬৮৫ জন হজ করতে যাবেন বলে হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে। এর মধ্যে ৮৪ হাজার ২৪ জনের নামে ভিসা ইস্যু হয়েছে।
সৌদি আরবে এ পর্যন্ত সর্বমোট তিনজন বাংলাদেশী হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় দু’জন ও মদিনায় একজন ইন্তেকাল করেন। চাঁদ দেখাসাপেক্ষে এ বছর ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী ১০ জুন পর্যন্ত হজ ফ্লাইট পরিচালিত হবে। গত ৯ মে প্রথম হজ ফ্লাইট শুরু হয়। ২০ জুন থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে বলে জানানো হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা