ভোট দিতে এসে মৃত্যুর কোলে ইউসুফ!
- রাজবাড়ী প্রতিনিধি
- ২২ মে ২০২৪, ০০:০৫
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়ই চারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে স্ট্রোক করে ইউসুফ মণ্ডল (৬২) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ মণ্ডল নবাবপুর ইউনিয়নের চর দক্ষিণবাড়ি গ্রামের হানু মণ্ডলের ছেলে।
ওই কেন্দ্রের নিরাপত্তা ইনচার্জ এএসআই আব্দুর রহমান বলেন, ভোট দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে মাঠের মধ্যে লুটিয়ে পড়েন ইউসুফ মণ্ডল। এ সময় স্থানীয়রা তাকে বাড়িতে নিয়ে যান। পরে শুনেছি তিনি মারা গেছেন।
ইউসুফ মণ্ডলের বড় ভাই নওশের মণ্ডল জানান, তার ভাই কৃষি বিপণন অধিদফতরে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ডায়াবেটিস ও হার্টের অসুস্থতার কারণে ৭-৮ মাস আগে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে ঢাকায় একটি বেসরকারি এনজিওতে এবং ছোট ছেলে সেনাবাহিনীতে চাকরি করেন। মেয়ে বিয়ে হয়ে যাওয়ায় স্বামীর বাড়িতে থাকেন। বাড়িতে শুধু তিনি ও তার স্ত্রী থাকতেন। সকালে ভোট দিতে এসে স্ট্রোক করে কেন্দ্রেই মারা যান।
জানা গেছে, ওই কেন্দ্রে ভোটার রয়েছেন ৩ হাজার ৪৯০ জন। বালিয়াকান্দিতে এবারের উপজেলা নির্বাচনে দুজন চেয়ারম্যান, ছয়জন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা