১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
স্থায়ী কমিটির বৈঠক

আর্থিক খাতে অশনি সঙ্কেত দেখছে বিএনপি

-

বাংলাদেশ ব্যাংকে ফের রিজার্ভ চুরির খবর, ক্রমাগত রিজার্ভের পরিমাণ হ্রাস এবং ব্যাপক ডলার সঙ্কটের ঘটনায় দেশের আর্থিক খাতে অশনি সঙ্কেত দেখছে বিএনপি। গত সোমবার রাতে অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে নেতারা এ অভিমত ব্যক্ত করেন। বিএনপির শীর্ষ নেতারা বলেছেন, এসব ঘটনা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের চরম ব্যর্থতাই প্রমাণ করে।
জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠকে পাঁচটি ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবরে উদ্বেগ প্রকাশ করা হয়েছে । দলটির নীতি-নির্ধারকদের অভিমত, এটা নিয়ে জনমনে হতাশা ও উদ্বেগ আছে। এটা সরকারের ব্যর্থতা প্রমাণ করে।
বিএনপি নেতাদের অভিমত, বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ঠিক কত, সে ব্যাপারে পরিষ্কার তথ্য পাওয়া যাচ্ছে না। কারণ, কখনো বলা হচ্ছে প্রকৃত বা ব্যবহারযোগ্য রিজার্ভ ১৩ বিলিয়ন ডলার। আবার কখনো ১৮ বিলিয়ন ডলার বলা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যবহারযোগ্য রিজার্ভ ১৩ বিলিয়ন ডলারেরও কম হতে পারে। হিসাবের এই যে গরমিল তাতে বোঝা যায়, ফের রিজার্ভ চুরি নিয়ে বাংলাদেশ ব্যাংকে কোনো ঘটনা ঘটেছে। সে কারণে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
বিএনপি নেতারা মনে করেন, ক্রমাগত রিজার্ভ কমার ঘটনায় আমদানি পণ্যমূল্য বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে করে জনগণের দুর্ভোগ আরও বাড়বে। সার্বিক বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি ইস্যুতে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছে বিএনপি। বিএনপির মূল্যায়ন, দেশে বর্তমানে ব্যাপক ডলার সঙ্কট চলছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত ডলার নেই। তাদেরকে বাধ্য হয়ে খোলাবাজার থেকে ডলার কিনতে হচ্ছে। এতে করে আমদানিনির্ভর পণ্যের দাম বৃদ্ধি পাবে।
সার্বিকভাবে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। এর ফলে মানুষের ভোগান্তি আরও বাড়বে। সামনে এই সঙ্কট আরও বাড়তে পারে। এতে প্রমাণিত হয়, অর্থনীতিতে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই।
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) চলতি মাসে বাংলাদেশের খাদ্যমূল্য পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। দরিদ্র মানুষের খাবারের ব্যয় ৫৮ শতাংশ বেড়েছে উল্লেখ করে এতে বলা হয়েছে, খানা জরিপ অনুযায়ী- ২০২২ সালে দেশের দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের খাবার কেনার খরচ ছিল প্রতি মাসে মাথাপিছু ১৮৫১ টাকা।
গত দুই বছরে খাদ্যপণ্যের দাম বেড়েছে। গত ফেব্রুয়ারি মাসে মাথাপিছু খাবার কেনার খরচ বেড়ে হয়েছে দুই হাজার ৯২৩ টাকা; যা দুই বছর আগের তুলনায় ৫৮ শতাংশ বেশি। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ডব্লিউএফপির এই প্রতিবেদন ও করণীয় নিয়ে আলোচনা হয়েছে।
বিএনপির মূল্যায়ন, খাবারের এই ব্যয় বৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। তারা এখন কী করবে, কিছু ভেবে পাচ্ছে না। অথচ খাদ্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ নেই।
বৈঠকে প্রস্তাবিত তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। বিএনপির অভিমত, এটি বাস্তবায়নে সরকারের মধ্যে এক ধরনের সিদ্ধান্তহীনতা রয়েছে। এটি সরকারের নতজানু পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ। এমনিতেই তিস্তা নদীতে পানি নেই। পানির অভাবে ওই এলাকায় আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য তথা জাতীয় স্বার্থ বিপন্ন হচ্ছে। এতে করে জলবায়ুর ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। জলবায়ু পরিবর্তনের সেই নেতিবাচক প্রভাবে ওই এলাকার মানুষের অবস্থা খারাপ। এ ব্যাপারে জনসচেতনতা তৈরিতে শিগগিরই একটি সেমিনার করতে পারে দলটি।
স্থায়ী কমিটির বৈঠকে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী বড় পরিসরে পালনের সিদ্ধান্ত হয়েছে। এ ইস্যুতে কেন্দ্র থেকে শুরু করে জেলা-উপজেলা পর্যন্ত দলীয় কর্মসূচি পালিত হবে। আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে দল ও অঙ্গ সংগঠনের যৌথসভা শেষে এই কর্মসূচি ঘোষণা করা হবে। গত বছর জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে ১৩ দিনের কর্মসূচি পালন করে দলটি।


আরো সংবাদ



premium cement

সকল