তেঁতুলিয়ায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী যুবক নিহত
- পঞ্চগড় প্রতিনিধি ও তেঁতুলিয়া সংবাদদাতা
- ০৯ মে ২০২৪, ০০:০০
পঞ্চগড়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার ১৮ বিজিবি ব্যাটায়িয়নের রনচণ্ডি বিওপির আওতাধীন এলাকা সীমান্ত পিলার ৪৪৬/১৪ আর এর নিকট খয়খাটপাড়া দরগাসিং এলাকায় ভারতের ১৭৬/ফকিরপাড়া বিএসএফ ক্যাম্পের টহলদলের গুলিতে ওই দুই যুবক মারা যান বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহত দুই যুবক হলেন- তেঁতুলিয়া উপজেলার মাগুরা গ্রামের জুনু মিয়ার ছেলে জলিল (২৫) ও একই উপজেলার তিরনইহাটের ব্রম্মতল গ্রামের কেতাব আলীর ছেলে ইয়াসিন আলী (২৩)। ঘটনার পর ভারতীয় পুলিশ তাদের লাশ নিয়ে গেছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার জানান, শুনেছি নিহত জলিল ও ইয়াসীন আলী গরু চোরাচালানের সাথে যুক্ত ছিলেন। ওই দুই যুবক সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়েনের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান দুই বাংলাদেশী নিহতের ঘটনাটি নিশ্চিত করে বলেন, ওই দুই যুবকের পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হলে লাশ ফেরত আনাসহ প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। এ জন্য বিএসএফের সাথে যোগাযোগ করা হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা