ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান ওআইসির
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৭ মে ২০২৪, ০১:০৫
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে তার কঠোর নিন্দা ও সমালোচনা করেছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। একই সাথে এই অপরাধের জন্য ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানিয়েছে ৫৭ জাতির মুসলিম এ সংস্থা। গাম্বিয়ার রাজধানী বানজুলে ওআইসির ১৫তম শীর্ষ সম্মেলন শেষে গৃহীত প্রস্তাবে এই আহ্বান জানানো হয়। গত ৪ ও ৫ মে বানজুলে ওআইসির শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। টিআরটি ওয়ার্ল্ড।
সংস্থাটি বলেছে, গাজায় অপরাধযজ্ঞ এবং গণহত্যা বন্ধের জন্য ইসরাইলের কাছে অস্ত্র ও গোলাবারুদ রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। কারণ বিভিন্ন দেশের কাছ থেকে পাওয়া অস্ত্র ব্যবহার করে ইসরাইল গাজায় গণহত্যা চালাতে উৎসাহিত হচ্ছে। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইল যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তা বন্ধের জন্য তেলআবিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপসহ আইনগত চাপ সৃষ্টির জন্য সদস্য দেশগুলোর প্রতি প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া, গাজা উপত্যকায় এখনই নিঃশর্ত ও স্থায়ীভাবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ওআইসি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা