অনলাইনে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো : বাড়তে পারে স্কুল-কলেজের ছুটি
- শাহেদ মতিউর রহমান
- ২২ এপ্রিল ২০২৪, ০০:০৫
তীব্র তাপদাহে আবারো স্থবিরতা চলে আসছে শিক্ষাকার্যক্রমে। ইতোমধ্যে দেশের সব স্কুল-কলেজের ছুটিও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ২৮ এপ্রিল স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত থাকলেও এই ছুটি আরো বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এ দিকে দেশের সব উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানেও নিয়মিত শিক্ষাকার্যক্রমে ছেদ পড়তে শুরু করেছে। পাবলিক-প্রাইভেট সব বিশ্ববিদ্যালয়ে কমে গেছে শিক্ষার্থীদের উপস্থিতি। এই অবস্থায় উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন অনলাইনে তাদের শিক্ষাকার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে।
ইতোমধ্যে তীব্র তাপপ্রবাহের মধ্যে অনলাইনে ক্লাস নেয়ার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ও। তবে এসব প্রতিষ্ঠানের তাদের নিয়মিত পরীক্ষাগুলো যথারীতি সশরীরে অনুষ্ঠিত হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো নিজেদের মতো করে অনলাইন ক্লাস পরিচালনা করতে পারবে। গতাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারও সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশের ওপর দিয়ে প্রবহমান তীব্র তাপদাহের (হিট ওয়েভ) কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। পরীক্ষা যথারীতি চলমান থাকবে। বর্তমানে প্রচলিত ১০% অনলাইন ক্লাসের পরিবর্তে শতভাগ অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে বেশকিছু পরামর্শও দেয়া হয়েছে। এগুলো হলো- সাদা বা হালকা রঙের ঢিলেঢালা সুতির পোশাক পরিধান করা; যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে থাকা; বাইরে যেতে হলে মাথার জন্য চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করা। এ ছাড়া বিশুদ্ধ পানি পান করা; প্রয়োজনে লবণযুক্ত তরল যেমন- খাবার স্যালাইন ইত্যাদি পান করা; তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমন- চা ও কফি পান থেকে বিরত থাকা। এ দিকে দেশের বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জানিয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সূত্র জানিয়েছে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অন্য দিকে তীব্র তাপদাহের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাসও অনলাইনে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে পরীক্ষা সশরীরেই হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের অন্যতম বাহন শাটল ট্রেন ও শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের বাস নিয়মিত সূচিতে চলবে। গতকাল জরুরি সভা শেষে এসব সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বেলা ৩টায় ভিসির সম্মেলনকক্ষে এ সভা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রোভিসি, উপ-উপাচার্য, ডিন ও সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, অফিস খোলা থাকবে। শিক্ষার্থীদের ভোগান্তি বিবেচনায় ক্লাস অনলাইনে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
এ দিকে সারা দেশে চলমান তাবদাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো বাড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন। গতকাল রোববার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাপপ্রবাহের পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে। কারণ আমরা শিশুদের ঝুঁকির মধ্যে ফেলব না। সেইসাথে শিশু ও বয়স্কদের প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যাওয়ার পরামর্শ দেন ডা: সামন্ত লাল সেন। এ ছাড়া হাসপাতালগুলোকে প্রতিকূল পরিস্থিতির জন্য প্রস্তুত রাখতে বলা হয়েছে বলেও জানান মন্ত্রী। এর আগে, তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটির ফলে ২৮ এপ্রিল খুলবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এ দিকে রোজার ঈদ ও পয়লা বৈশাখের টানা ছুটি শেষে গতকাল রোববার এসব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে শনিবার দুই মন্ত্রণালয় ও অধিদফতরগুলোর পক্ষ থেকে পৃথকভাবে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
তীব্র তাপদাহের কারণে ঢাবিতে অনলাইনে ক্লাস : সারা দেশের উপর দিয়ে প্রবহমান তীব্র তাপদাহের (হিট ওয়েভ) কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলো যথারীতি চলমান থাকবে। উল্লেখ্য, বর্তমানে প্রচলিত ১০% অনলাইন ক্লাসের পরিবর্তে শতভাগ অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। কোনো শিক্ষার্থী হল অথবা বাসার বাইরে আসতে চাইলে স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিম্নোক্ত স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে চলাফেরার জন্য পরামর্শ দেয়া হলো : সাদা বা হালকা রঙের ঢিলেঢালা সুতির পোশাক পরিধান করা। যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে থাকা। বাইরে যেতে হলে মাথার জন্য চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করা। বিশুদ্ধ পানি পান করা; প্রয়োজনে লবনযুক্ত তরল যেমন- খাবার স্যালাইন ইত্যাদি পান করা। তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমন- চা ও কফি পান থেকে বিরত থাকা।
তীব্র তাপদাহে জবিতে চলতি সপ্তাহে অনলাইনে ক্লাস
জবি প্রতিনিধি জানায়, তীব্র তাপদাহে চলতি সপ্তাহের সব ক্লাস অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার বিশ্ববিদ্যালয়ের ডিন ও চেয়ারম্যানদের নিয়ে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তীব্র তাপদাহের কারণে শিক্ষার্থীদের কথা চিন্তা করে চলতি সপ্তাহের সব ক্লাস অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময়ে কোনো বিভাগের পরীক্ষা থাকলে তা ওই বিভাগ রিশিডিউল করে পরীক্ষা নেবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনাবাসিক বিশ্ববিদ্যালয়। বাসে যাতায়াত করতে শিক্ষক-শিক্ষার্থীদের অনেক কষ্ট হয়। এই তীব্র তাপমাত্রায় অনেকে অসুস্থ হয়ে পড়ছে। তাই ক্লাস চলতি সপ্তাহ অনলাইনে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা