১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাংলাদেশী পণ্যের বাজার সম্প্রসারণে সহায়তায় আগ্রহী ব্রাজিল

-

দক্ষিণ আমেরিকায় বাংলাদেশী পণ্যের বাজার সুবিধা সম্প্রসারণে সহায়তা করতে আগ্রহী ব্রাজিল। সম্ভাব্য সহযোগিতা ক্ষেত্রগুলো চিহ্নিত করতে আগামী জুলাইয়ে আলোচনা করতে একমত হয়েছে উভয় পক্ষ। বাংলাদেশ প্রক্রিয়াজাত গোশতের চেয়ে ব্রাজিল থেকে জীবন্ত গরু আনতে বেশি আগ্রহ প্রকাশ করেছে।
গতকাল হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এ সব কথা জানান।
দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ অর্থনীতির দেশ ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী গতকাল সকালে ঢাকা এসে পৌঁছান। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল এসেছে। প্রতিনিধিদলটি এফবিসিসিআইয়ের সাথে মতবিনিময় করবে।
আহসানুল ইসলাম টিটু বলেন, আমরা ব্রাজিলে তৈরী পোশাক রফতানিতে শুল্কমুক্ত সুবিধা চাই। ব্রাজিল থেকে আমদানি করা তুলা দিয়ে বাংলাদেশে প্রস্তুতকৃত তৈরী পোশাক যাতে দেশটিতে শুল্কমুক্ত সুবিধা পায় তার জন্য অনুরোধ করেছি। আমাদের দেশে উৎপাদিত ওষুধ যাতে সহজে ব্রাজিলে নিবন্ধন প্রক্রিয়া শেষে রফতানি করা যেতে পারে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া পাট ও চামড়াজাত পণ্যসহ অন্যান্য সম্ভাবনাময় পণ্য কিভাবে ব্রাজিলে বাজার সুবিধা পেতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, ব্রাজিল একটি উন্নয়নশীল দেশ। তারা নিজেদের অভ্যন্তরীণ বাজারকে সুরক্ষা দেয়। তৈরী পোশাক শিল্প তাদের একটি সংরক্ষিত খাত। ব্রাজিল শুধু চীন ও বাংলাদেশ থেকে তৈরী পোশাক আমদানি করে। বাকিটা তারা স্থানীয়ভাবে প্রস্তুত করার চেষ্টা করছে। সেজন্য আমরা সহযোগিতা এমনভাবে চেয়েছি, যাতে শুধু ব্রাজিল নয় বরং দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশে রফতানিতেও তারা আমাদের সহযোগিতা করতে পারে।
প্রতিমন্ত্রী বলেন, ব্রাজিলের সাথে আমরা আলোচনা শুরু করেছি। আগামী জুলাইয়ের মধ্যে আমরা কিছু ক্ষেত্র চিহ্নিত করতে পারব, যেখানে তাদের সাথে সমঝোতা স্মারক বা যৌথ সমীক্ষা হতে পারে। একইসাথে আমরা বাণিজ্য বাড়াতে পারব।
আহসানুল ইসলাম টিটু বলেন, ব্রাজিল অত্যন্ত কম দামে গোশত সরবরাহ করতে পারে। সে বিষয়টি তারা তুলে ধরেছে। আগামী কোরবানিকে সামনে রেখে জীবন্ত গরু আনার ব্যবস্থা করা যায় কিনা তা খতিয়ে দেখতে আমি অনুরোধ করেছি। ব্রাজিল গোশত প্রক্রিয়াজাতকরণে জোর দিয়েছে। আমরা বাংলাদেশে গোশত প্রক্রিয়া করার পর গোটা এশিয়াতে রফতানি করার বিষয়ে তাদের উৎসাহিত করেছি।
জুলাইয়ে ব্রাজিল যেতে পারেন প্রধানমন্ত্রী : আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিল সফর করতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার সাথে বৈঠক শেষে হাছান মাহমুদ এ কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ব্রাজিল সফরের আমন্ত্রণ রয়েছে। আগামী জুলাই মাসে তিনি ব্রাজিল সফর করতে পারেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বন্ধুরাষ্ট্র হিসেবে বাংলাদেশকে যেকোনো বিষয়ে সহযোগিতা দিতে আগ্রহী ব্রাজিল। সে লক্ষ্যে ব্রিকসের সদস্য পদ পেতে বাংলাদেশকে সমর্থন করবে ব্রাজিল। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যোগ্য নেতৃত্বের জন্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনরায় নির্বাচিত হয়েছেন।
রোহিঙ্গা ইস্যুতে ব্রাজিলের অবস্থান জানতে চাইলে মাউরো ভিয়েরা বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ যেসব উদ্যোগ নিয়েছে ব্রাজিল সেগুলো সমর্থন করে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়। এর আগে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে সহযোগিতার লক্ষ্যে একটি কারিগরি সহযোগিতা চুক্তি সই হয়।
আজ সোমবার মাউরো ভিয়েরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি গাজীপুরে বেক্সিমকো ফার্মা ও স্কয়ার ফার্মার কারখান পরিদর্শন করবেন। সন্ধ্যায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী এফবিসিসিআই আয়োজিত ইফতার ও নৌশভোজে যোগ দেবেন এবং ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। রাতে তিনি ঢাকা ছেড়ে যাবেন।


আরো সংবাদ



premium cement