১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কেএনএফের সমন্বয়কসহ গ্রেফতার ৬ : অস্ত্র উদ্ধার

-

বান্দরবানে সন্ত্রাসী তৎপরতা দমনে র‌্যাবের অভিযান শুরু হওয়ার পর উদ্ধার করা হয়েছে দু’টি আগ্নেয়াস্ত্র। আটক করা হয়েছে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের সন্দেহভাজন পাঁচ সদস্যকে। এর আগে কেএনএফের অন্যতম সমন্বয়ক চেউসিম বমকে গ্রেফতার করা হয়।
গত শনিবার রাতে বান্দরবান জেলা সদরের একটি পাহাড়ি এলাকা থেকে গোপন সূত্রে অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা এই অস্ত্র উদ্ধার করে। তবে উদ্ধারকৃত অস্ত্রগুলো রুমা উপজেলার সোনালী ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার বাহিনীর লুট হওয়া অস্ত্র কি না তা এখনো জানা যায়নি। এ বিষয়ে র‌্যাব পরে বিস্তারিত জানাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। এর আগে গতকাল থেকে বান্দরবানে সন্ত্রাসী তৎপরতা দমনে শুরু হয় র‌্যাবের সাঁড়াশি অভিযান। এই অভিযানে শতাধিক র‌্যাব সদস্য অংশ নিয়েছে বলে জানা গেছে।
কেএনএফের অন্যতম সমন্বয়ক গ্রেফতার : বান্দরবানে র‌্যাব অভিযান চালিয়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফের অন্যতম সমন্বয়ক চেউসিম বমকে আটক করেছে। গত শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের শেরন পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বাসা থেকে দু’টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে অধিনায়কের সাথে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ শরিফুল আহসান, কোম্পানি স্কয়াড্রন লিডার তহিদুল মুবিন খান। র‌্যাব অধিনায়ক জানান, কুকিচিনেন সাম্প্রতিক হামলার ঘটনায় এই সমন্বয়ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই সাথে শুরু থেকে তার বাসায় কুকিচিনের সদস্যরা প্রায় সময় অবস্থান নিত। সে কুকিচিনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য। তার বাসায় অভিযানের সময় সে একটি গোপন কুঠুরিতে গিয়ে অবস্থান নেয়। পরে সেনাবাহিনীর সহযোগিতায় ২০ মিনিটেরও বেশি অভিযান চালিয়ে তাকে তার বাসা থেকে আটক করা হয়। বিভিন্ন সূত্র জানিয়েছে আনসার ফিল হিন্দাল শারকিয়ার সাথে কুকিচিনের চুক্তি তার বাড়িতেই স্বাক্ষরিত হয়েছিল। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা গেছে বলে জানিয়েছেন র‌্যাব কর্মকর্তা। এদিকে সন্ত্রাসী তৎপরতা দমনে বান্দরবানে র‌্যাবের সমন্বিত অভিযান চলছে বলে জানান র‌্যাবের অধিনায়ক।
শান্তি প্রতিষ্ঠা কমিটির বিবৃতি : শান্তি প্রতিষ্ঠা কমিটির বিরুদ্ধে অভিযোগ এনে কদিন আগে একটি বিবৃতি দেয় কেএনএফ। এই বিবৃতির প্রতিবাদ জানিয়ে গতকাল শান্তি প্রতিষ্ঠা কমিটি একটি পাল্টা বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে কেএনএফের সাম্প্রতিক হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ ছাড়া কেএনএফ সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান শান্তি কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিতে তারা আরো জানান এ পর্যন্ত কেএনএফ ও তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত ৯৬৮ পরিবারের মধ্যে ১৩৪ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেয়া হয়। দু’টি সরাসরি সংলাপে বেশ কিছু বিষয় নিয়ে উভয়পক্ষে সমঝোতা হলেও কেএনএফ সমঝোতা স্বাক্ষরের চুক্তি লঙ্ঘন করে।


আরো সংবাদ



premium cement
জাতি ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা অবশ্যই ব্যর্থ হবে : আমিরে জামায়াত অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ জিয়াউল করিম জাতিসঙ্ঘের আরো জোরদার সহযোগিতার আহ্বান ঢাকার আওয়ামী লীগ একটি পাপিষ্ঠ দলের নাম : মাসুদ সাঈদী বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : কুলাউড়ায় আ’লীগ নেতা আজাদ গ্রেফতার খুনকে অপমৃত্যু হিসেবে রেকর্ড করলেই ওসি দায়ী : ডিএমপি কমিশনার সিরিয়াকে বশে রাখতে দামেস্কের কাছে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করতে চায় ইসরাইল ভারতের সাথে বিদ্যুৎ নিয়ে চুক্তিগুলো বাতিল সহজ নয় : রিজওয়ানা হাসান গৌরনদীতে মাদককারবারির কারাদণ্ড ভারতের আগরতলা অভিমুখে লংমার্চ, ভৈরবে বিএনপির পথসভা ওমানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

সকল