ভিসিকে ছাত্র রাজনীতির পক্ষে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
- ঢাবি প্রতিবেদক
- ০৪ এপ্রিল ২০২৪, ০০:০৫
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে নিয়মতান্ত্রিক প্রগতিশীল রাজনীতির পক্ষের কয়েকজন শিক্ষার্থী ভিসিকে স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে রাজনীতির বিপক্ষে আন্দোলনকারীরা তাদের হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
গতকাল বিকেলে বুয়েটের এম এ রশিদ প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন ছয় শিক্ষার্থী। এর আগে তারা ভিসি সত্য প্রসাদ মজুমদারকে স্মারকলিপি দেন। ছয় শিক্ষার্থীরা হলেন- ক্যামিক্যাল অ্যান্ড ম্যাটারিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী আশিক আলম, সাগর বিশ্বাস ও অরিত্র ঘোষ এবং ২১ ব্যাচের অর্ঘ দাস এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী তানভীর স্বপ্নীল ও বিষ্ণুদত্ত চাঁদ।
সংবাদ সম্মেলনে আরিফ রায়হান দ্বীপকে যখন খুন করা হয় এর আগে তাকে নিয়েও এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করা হয়েছিল উল্লেখ করে আশিক আলম বলেন, এরপরও যখন উনি দমছিলেন না ওনাকে নৃশংসভাবে বুয়েট প্রাঙ্গণে হত্যা করা হয়। একই কায়দায় আমাদের বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তন্ময় আহাম্মেদ ভাইয়াকেও কুপিয়ে হত্যা করা হয়। আমাদের ক্ষেত্রেও একই জিনিস হচ্ছে তাই আমরাও উদ্বিগ্ন।
তিনি বলেন, যারা আমাদেরকে হুমকি দিচ্ছে তাদের নামসহ আমরা ভিসির কাছে দেয়া লিখিত আবেদনে উল্লেখ করেছি। আমাদেরকে পাবলিকলি এবং ব্যক্তিগতভাবেও হুমকি দেয়া হচ্ছে আমাদের পরিবারের কাছে ফোন যাচ্ছে আপনার সন্তানকে দেখে রাখুন নয়তো পরে পাবেন না এই কথাগুলোর মানে কি? এসব কিছুই করা হচ্ছে, কারণ আমরা হিজবুত তাহরীর এবং শিবিরের রাজনীতির বিরুদ্ধে কথা বলেছি। বাঁশেরকেল্লাসহ বিভিন্ন নিষিদ্ধ গ্রুপে আমাদের ছবি পাঠানো হচ্ছে। যার স্ক্রিনশটসহ সব আলামত আমরা লিখিত আবেদনে উল্লেখ করেছি। সেসব গ্রুপে আমাদেরকে জীবন নাশের হুমকি দেয়া হচ্ছে।
আশিক বলেন, হাইকোর্ট যেহেতু রায় দিয়েছে আর ভিসিও যেহেতু বলেছেন হাইকোর্টের রায় ‘শিরোধার্য’, তাই যদি ভিসির অনুমতি থাকে আমরা বুয়েটে প্রগতিশীলতার রাজনীতি চাই। যেই পোলে ৯৯.৬৪% শিক্ষার্থী বুয়েটের ছাত্র রাজনীতি চাই না বলছে সেই পোল নিয়েও প্রশ্ন তুলেছেন এই শিক্ষার্থী। তার দাবি ওই পোলে যদি নাম না দেখা যেত যে কারা কারা কোন পক্ষে ভোট দিচ্ছে তাহলে রাজনীতির পক্ষে ভোটের রেশিওটা আরো অনেক বেশি হতো।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা