১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাভারে তেলবাহী লরি উল্টে ট্রাক-প্রাইভেটকারে আগুন, নিহত ২ দগ্ধ-৭

-

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরে তানিন ফার্নিচার সংলগ্ন জোড়পুল এলাকায় গতকাল (মঙ্গলবার) ভোরে তেলবাহী লরি উল্টে লাগা আগুনে একটি মিনি ট্রাক, একটি কুরিয়ার সার্ভিসের গাড়ি, একটি তরমুজবোজাই ট্রাক ও একটি প্রাইভেটকারসহ ৪টি গাড়ি পুড়ে গেছে। এ সময় একজন ঘটনাস্থলে নিহত ও আরেকজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। তারা হলো- মো: ইকবাল হোসেন, তিনি যশোর সদর থানার আব্দুল আজিজুল হকের ছেলে। অপরজন মো: নজরুল ইসলামকে (৪৫) হাসপাতালে নেয়ার পথে মারা যান। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। আর দগ্ধরা হলেন- আ: সালাম (৩৫), মিলন মোল্লা (২২), আল-আমিন (৩৫), নিরঞ্জন (৪৫), মিম (১০), সাকিব (২৪) ও হেলাল (৩০)। তাদের উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ভোর ৫টা ৩৮ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের ওই স্থানে ইউ টার্ন নেয়ার সময় তেলবাহী একটি লরি আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে লরিটিতে আগুন ধরে যায়। এ সময় তেলবাহী লরিতে থাকা তেল ছিটকে মহাসড়কে পড়ে এবং পেছনে থাকা একটি তরমুজবোঝাই ট্রাক, একটি মিনি ট্রাক, একটি আহমেদ পার্সেল কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান ও একটি প্রাইভেটকারসহ চারটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ও ট্যানারি ফায়ার সার্ভিসের তিনটিসহ ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। এরই মধ্যে আগুনলাগা যানবাহনগুলো সম্পূর্ণ পুড়ে যায়। দগ্ধ সাতজনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান- এ ঘটনায় দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে যথাসময়ে পৌঁছলেই তবে পানির অভাবে আমাদের কাজ করতে বেঘাত সৃষ্টি হয়।
সাভার হাইওয়ে থানার ওসি মো: বাবুল আক্তার নয়া দিগন্তকে জানান- এ ঘটনায় প্রায় ১ ঘণ্টা মহাসড়ক বন্ধ ছিল। পরে যানচলাচল স্বাভাবিক হয়।


আরো সংবাদ



premium cement