ইরাকে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে নিহত ১১৩
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৫
ইরাকের নিনেভেহ প্রদেশের হামদানিয়া জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১৩ জন মানুষ নিহত হয়েছেন। প্রাথমিক অবস্থায় আশঙ্কা করা হয়েছিল, আগুনে পুড়ে মারা গেছেন বর-কনে উভয়েই। তবে তাদের আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, অলৌকিকভাবে তারা দু’জনই বেঁচে গেছেন। মঙ্গলবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর মুহূর্তের মধ্যেই সেখানকার আনন্দ বিষাদে রূপ নেয়। আলজাজিরা।
ইরাকি সংবামাধ্যম চ্যানেল-ওয়ানের কাছে বিষয়টি নিশ্চিত করে ওই আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, বেঁচে গেলেও ভয়াবহ এ ঘটনায় মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছেন বর-কনে। এ ব্যাপারে এক আত্মীয় বলেছেন, ‘আমরা অলৌকিকভাবে সেখান থেকে বের হতে সমর্থ হই। ভয়াবহ এ দুর্ঘটনা থেকে যারা বেঁচে গেছেন তাদের মধ্যে বর ও কনে রয়েছেন। আমি তাদের সাথেই ছিলাম, তাদের মানসিক অবস্থা খুবই খারাপ। আহত কয়েকজনকে আমি হাসপাতালে নিয়ে গেছি। হাসপাতালে আমি যা দেখেছি; তা বর্ণনা করা কঠিন। অনেকেই পুড়ে মৃত্যুবরণ করেছেন।’
বিয়ের অনুষ্ঠানটি হচ্ছিল একটি বদ্ধ হলরুমে। অগ্নিকাণ্ডের ঘটনার ঠিক আগ মুহূর্তে ‘স্লো ডান্স’ করার প্রস্তুতি নিচ্ছিলেন বর-কনে। সেই স্লো ডান্সের আগে কেউ একজন আগুন দিয়ে কিছু একটি জ্বালান। এর পরপরই আগুন চার দিকে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন এক নারী। আগুনে দগ্ধ হয়ে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডে একশরও বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া-আল-সুদানি। অগ্নিকাণ্ডের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের লাশ এখন সাজিয়ে রাখা হয়েছে। গতকাল বুধবার এসব লাশ সমাহিত করার কথা রয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা