১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`
অলৌকিকভাবে বেঁচে গেছেন বর ও কনে

ইরাকে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে নিহত ১১৩

-

ইরাকের নিনেভেহ প্রদেশের হামদানিয়া জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১৩ জন মানুষ নিহত হয়েছেন। প্রাথমিক অবস্থায় আশঙ্কা করা হয়েছিল, আগুনে পুড়ে মারা গেছেন বর-কনে উভয়েই। তবে তাদের আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, অলৌকিকভাবে তারা দু’জনই বেঁচে গেছেন। মঙ্গলবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর মুহূর্তের মধ্যেই সেখানকার আনন্দ বিষাদে রূপ নেয়। আলজাজিরা।
ইরাকি সংবামাধ্যম চ্যানেল-ওয়ানের কাছে বিষয়টি নিশ্চিত করে ওই আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, বেঁচে গেলেও ভয়াবহ এ ঘটনায় মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছেন বর-কনে। এ ব্যাপারে এক আত্মীয় বলেছেন, ‘আমরা অলৌকিকভাবে সেখান থেকে বের হতে সমর্থ হই। ভয়াবহ এ দুর্ঘটনা থেকে যারা বেঁচে গেছেন তাদের মধ্যে বর ও কনে রয়েছেন। আমি তাদের সাথেই ছিলাম, তাদের মানসিক অবস্থা খুবই খারাপ। আহত কয়েকজনকে আমি হাসপাতালে নিয়ে গেছি। হাসপাতালে আমি যা দেখেছি; তা বর্ণনা করা কঠিন। অনেকেই পুড়ে মৃত্যুবরণ করেছেন।’
বিয়ের অনুষ্ঠানটি হচ্ছিল একটি বদ্ধ হলরুমে। অগ্নিকাণ্ডের ঘটনার ঠিক আগ মুহূর্তে ‘স্লো ডান্স’ করার প্রস্তুতি নিচ্ছিলেন বর-কনে। সেই স্লো ডান্সের আগে কেউ একজন আগুন দিয়ে কিছু একটি জ্বালান। এর পরপরই আগুন চার দিকে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন এক নারী। আগুনে দগ্ধ হয়ে তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডে একশরও বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া-আল-সুদানি। অগ্নিকাণ্ডের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের লাশ এখন সাজিয়ে রাখা হয়েছে। গতকাল বুধবার এসব লাশ সমাহিত করার কথা রয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো।


আরো সংবাদ



premium cement
স্বতন্ত্র প্রার্থীরা ‘এক শতাংশ ভোটারের সমর্থন’ নিয়ে বিপাকে ২ পুলিশ কমিশনারসহ ৫ এসপি প্রত্যাহার পেঁয়াজের বাজারে অভিযান : ৮০ প্রতিষ্ঠানকে জরিমানা ফেনীতে ম্যাজিস্ট্রেট দেখে ১০০ টাকায় পেঁয়াজ বিক্রি আসন ভাগাভাগি নিয়ে বৈঠকে ১৪ দলের নেতারা গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ১৮ হাজার যতক্ষণ পর্যন্ত নেতাকর্মীদের মুক্তি না দেয়া হবে আন্দোলন চালিয়ে যাব : আরিফুল হক টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান মানবাধিকার লঙ্ঘনকারীরাই মানবাধিকারের কথা বলে, প্রেসক্রিপশন দেয় : তথ্যমন্ত্রী ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নেমে আসবে : অর্থসচিব কাতারে ‘দোহা ফোরাম-২০২৩’-এ যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

সকল