০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া দোয়া কামনা

-

গত মাসের ৯ তারিখ থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার। কখনো কেবিনে, কখনো সিসিইউতে রেখে চিকিৎসা চলছে তার। এমন অবস্থায় হঠাৎ গতকাল মঙ্গলবার গুঞ্জন শোনা যায় তার অসুস্থতা বেড়েছে। তবে খালেদা জিয়ার চিকিৎসক ডা: এ জেড এম জাহিদের বরাত দিয়ে জানানো হয়েছে, তিনি এখন চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন। ঢাকা মেইল।
সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিকেল ৫টার দিকে ডা: এ জেড এম জাহিদ হোসেনের সাথে যোগাযোগ করেছি। তিনি বলেছেন, চেয়ারপারসন মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে আছেন।
চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে কিছু বলার সিদ্ধান্ত হলে জানানো হবে জানিয়ে শায়রুল বলেন, ডা: জাহিদ হোসেন সবাইকে আল্লাহর দরবারে চেয়ারপারসনের জন্য দোয়ার অনুরোধ করেছেন।
৭৮ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্রে জটিলতা, ফুসফুস, চোখ ও দাঁতের নানা সমস্যায় ভুগছেন। এ ছাড়াও তার মেরুদণ্ড, ঘাড়, হাত ও হাঁটুতে বাতের সমস্যাসহ আরো কিছু শারীরিক জটিলতা রয়েছে। তাকে চিকিৎসার জন্য বিদেশ নেয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে একাধিকবার আবেদন করে তার পরিবার। এ ছাড়া বিএনপির পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিতে সরকারের প্রতি একাধিকবার আহ্বান জানানো হয়। তবে সরকারের পক্ষ থেকে সাড়া মেলেনি।

 


আরো সংবাদ



premium cement