১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

সিরিজে ফিরতেই নামবে বাংলাদেশ

-

নিউজিল্যান্ডের বিপক্ষে হোমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশের। শুরু থেকেই সিরিজ নিয়ে তেমন কোনো হইচই নেই। মূল দলের অনেক খেলোয়াড়কে বাদ দিয়েই সফরে এসেছে কিউইরা। সিরিজে নেই টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম দুই ম্যাচে ছিলেন না মুশফিকুর রহীম, নাজমুল হাসান শান্ত, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম। তানজিমের চোটের কারণে দ্বিতীয় ওয়ানডেতে নেয়া হয় হাসান মাহমুদকে। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় ৬৮ রানে পরাজয়ে সিরিজে ১-০তে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। এরপর তৃতীয় ওয়ানডেতে দলে ফিরেছেন উইকেটরক্ষক মুশফিক ও শান্ত। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ জয়েই সিরিজ শেষ করতে চায় বাংলাদেশ। ২০০৮ সালের পর কিউইদের বিপক্ষে সিরিজ পরাজয় এড়ানোর লক্ষ্য টাইগারদের। জিতলে সিরিজ ১-১ করতে পারবে স্বাগতিকরা।
নিউজিল্যান্ডের বিপক্ষে ২০০৮ সালে সর্বশেষ দেশের মাটিতে ২-১-এ সিরিজ হেরেছিল বাংলাদেশ দল। এরপর ২০১০ সালে পাঁচ ম্যাচ সিরিজে ৪-০ ব্যবধানে এবং ২০১৩ সালে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল কিউইরা। এবার দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের ব্যাটিং ব্যর্থতায় টানা সাত ম্যাচ পরাজয়ের পর সেই বৃত্ত ভাঙতে সক্ষম হয় ব্ল্যাকক্যাপসরা। সিরিজ পরাজয় এড়াতে দলে ডাকা হয়েছে প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকা উইকেটরক্ষক মুশফিকুর রহীম, মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলামদের।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে জাতীয় দলের অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে নাজমুল হাসান শান্তর। তৃতীয় ওয়ানডেতে বিশ্রাম চেয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস। দীর্ঘদিন পিঠের ইনজুরিতে পড়ে দলের বাইরে থাকা ওপেনিং ব্যাটার তামিম ইকবাল প্রথম দুই ম্যাচে একাদশে থাকলেও তৃতীয় ম্যাচে তিনিও বিশ্রাম চেয়েছেন। দ্বিতীয় ম্যাচ শেষে তামিম পিঠের অস্বস্তির কথা বলেছেন। বিশ্বকাপের আগে ঝুঁকি নিতে চান না এই বাঁ-হাতি ওপেনার। লিটনের বিশ্রামের কারণটা অবশ্য ভিন্ন। জ্বর থেকে সেরে এশিয়া কাপে যোগ দেয়ার পর টানা খেলায় রয়েছেন তিনি। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি এখনো। এ কারণেই শেষ ম্যাচ খেলতে চাচ্ছেন না। বিশ্রামে দেয়া হয়েছে পেসার মোস্তাফিজুর রহমানকেও।
দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের গড়া ২৫৪ রানের জবাবে বাংলাদেশ ১৬৮ রানে অলআউট হয়। এর মধ্যে পরাজয়ের এই ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৭৬ বলে ৪৯ রান করে আউট হন মাহমুদুল্লাহ রিয়াদ। এই সিরিজে সুতোর ওপর দাঁড়িয়ে খেলছেন এই ব্যাটার। ভালো করলে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগের ব্যাপারটি জোড়ালো হয়ে উঠবে। নিজেকে প্রমাণের সুযোগ পেয়ে বিপর্যয়েও রানেই ছিলেন মিডলঅর্ডার এই ব্যাটার। লম্বা সময়ের পর দলে ফিরে রান পেয়ে সন্তুষ্ট তামিমও। তামিম ইকবালও ফিরছেন এই সিরিজে। দ্বিতীয় ম্যাচ শেষে তাই তার বক্তব্য, ‘বহুদিন পর দলে সুযোগ পেয়ে ভালোই খেলেছেন। ছয়-সাত মাস পর মাঠে এসেছেন। তার ইনটেন্ট খুবই ভালো ছিল। ফিল্ডিংও খুবই ভালো হয়েছে।’
বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াল, মুশফিকুর রহীম, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, খালিদ আহমেদ ও আফিফ হোসেন।


আরো সংবাদ



premium cement
গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ১৮ হাজার যতক্ষণ পর্যন্ত নেতাকর্মীদের মুক্তি না দেয়া হবে আন্দোলন চালিয়ে যাব : আরিফুল হক টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান মানবাধিকার লঙ্ঘনকারীরাই মানবাধিকারের কথা বলে, প্রেসক্রিপশন দেয় : তথ্যমন্ত্রী ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নেমে আসবে : অর্থসচিব কাতারে ‘দোহা ফোরাম-২০২৩’-এ যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত মিয়ানমারে বিদ্রোহীদের দখলে তিন শ’র বেশি সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার প্রথম বছরেই ব্র্যান্ড ফোরাম পুরস্কার পেল রিচ্যাবল আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে বাড়ি ফেরার পথে বিএনপির ১২ নেতাকর্মী আটক

সকল