০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

জাহাঙ্গীর আলম গাসিক মেয়রের প্রধান উপদেষ্টা

-

গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনের প্রধান উপদেষ্টা হচ্ছেন সাবেক মেয়র মো: জাহাঙ্গীর আলম। সোমবার করপোরেশনের তৃতীয় পরিষদের প্রথম মাসিক সভায় অধিকাংশ সদস্য সর্বসম্মতভাবে এ ব্যাপারে প্রস্তাব পেশ করেন। সভায় একইসাথে বিদায়ী ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের অনিয়ম-দুর্নীতি তদন্তে অধিকাংশ সদস্য একটি তদন্ত কমিটি গঠনেরও প্রস্তাব করেন। গাজীপুর সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গাসিকের প্রথম নারী মেয়র জায়েদা খাতুন।
গাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম জানান, প্রথম মাসিক সভায় নির্ধারিত কোনো আলোচ্যসূচি না থাকায় অনির্ধারিত বা বিবিধ বিষয়ে আলোচনা হয়েছে। এসময় অধিকাংশ সদস্য সাবেক মেয়র মো: জাহাঙ্গীর আলমকে মেয়রের প্রধান উপদেষ্টা করার প্রস্তাব করেন। সভায় বিদায়ী ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের অনিয়ম-দুর্নীতি তদন্তে কাউন্সিলরদের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠনের জন্যও অধিকাংশ সদস্য প্রস্তাব পেশ করেন। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়ন বিষয়ে বেশ কিছু প্রস্তাব উত্থাপিত হয়। এসব প্রস্তাব রেজুলুুু্যুশনভুক্ত করে আগামী সভায় পাস করার জন্য উত্থাপন করা হবে।

সভায় উপস্থিত একাধিক সদস্য জানান, প্রায় ২১ মাস দায়িত্ব পালনকালে ভারপ্রাপ্ত মেয়র কর্তৃক অনিয়মের মাধ্যমে প্রায় সাত শ’ কর্মচারী নিয়োগ দেয়া হয়েছে, যাদের অনেকেই কাজ না করেই শুধু বেতন উত্তোলন করতেন। এ ছাড়া সভার অনুমোদন ছাড়াই সহ¯্রাধিক প্রকল্প গ্রহণ, নিয়ম ভেঙে পদোন্নতি ও কেনাকাটায় ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে ভারপ্রাপ্ত মেয়রের বিরুদ্ধে। নগরীর ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট নজরুল ইসলাম খান বিকি বলেন, সাবেক মেয়র মো: জাহাঙ্গীর আলমকে বহিষ্কারের কারণে নগরীর উন্নয়ন ব্যাহত হয়েছে। সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ব্যাপক উন্নয়নের মাধ্যমে গাজীপুরকে একটি আধুনিক নগরী গড়তে চেয়েছিলেন। কিন্তু এক অনাকাক্সিক্ষত ষড়যন্ত্রের মাধ্যমে তাকে মেয়রের চেয়ার থেকে সরিয়ে দেয়ায় আমরা গাজীপুর নগরবাসী কাক্সিক্ষত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি। তাই তার অসমাপ্ত কাজ তথা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সভায় আমাদের একজন সদস্য সাবেক মেয়র মো: জাহাঙ্গীর আলমকে নগরমাতার প্রধান উপদেষ্টা করার প্রস্তাব করলে একবাক্যে সব সদস্য সম্মতি জ্ঞাপন করেন।
এছাড়া সভায় বক্তব্য রাখেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম, সচিব আব্দুল হান্নান, প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম, চিফ রেভিনিউ অফিসার (সিআরও) এহসানুল মামুন, কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, হাজী মনিরুজ্জামান, মো: মিজানুর রহমান, হান্নান মিয়া হান্নু, জাহাঙ্গীর আলম, মাসুদুল হাসান বিল্লাল, হেলাল উদ্দিন, মাহবুবুর রশীদ খান শিপু, পারভীন আক্তার, শিরিন আক্তার প্রমুখ। নগরীর ৫৭টি সাধারণ ওয়ার্ড ও ১৯টি সংরক্ষিত আসনসহ মোট ৭৬ জন কাউন্সিলরের মধ্যে ৭০ জন এ সভায় উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
প্রার্থিতা ফিরে পেতে ৩য় দিনে ১৫৫ জনের আপিল নাটোর কারাগারে অসুস্থ বিএনপি নেতার রামেক হাসপাতালে মৃত্যু ঝালকাঠিতে বাস-মাহিন্দ্র গাড়ির সংঘর্ষে নিহত ৩, আহত ৫ ই-অরেঞ্জের প্রতারণা : ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নির্বাচনের নামে তামাশা পুরোদমে চলছে : রিজভী ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৫৩৭ গ্রামের ২ ওয়ার্কশপমিস্ত্রিসহ ৩ বন্ধু বানালেন হেলিকপ্টার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মারুফের পরিচয়পত্র পেশ তেজগাঁওয়ে ক্রেনের আঘাতে ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন পাকিস্তান, মিশর, ভ্যাটিকান সিটি ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূত

সকল