এ লড়াইয়ে বিজয়ী হয়ে আমরা ঘরে ফিরব
- বরিশাল ব্যুরো
- ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
সরকার পতনের এক দফা দাবি বাস্তবায়নে বরিশালে বিভাগীয় রোডমার্চ কর্মসূচি পালন করেছে বিএনপি। শনিবার সকাল ১০টায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে রোডমার্চ কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। কর্মসূচি থেকে সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হয়। নজরুল ইসলাম খান বলেন, আমাদের এ লড়াই গণতন্ত্র পুনরুদ্ধারের। এ লড়াইয়ে বিজয়ী হয়ে আমরা ঘরে ফিরব।
এ দিকে বিএনপির রোডমার্চ ঘিরে বরিশাল নগরীর দক্ষিণ জনপদে দীর্ঘ দুই ঘণ্টারও অধিক সময় যানজট তৈরি হয়। শহরের অভ্যন্তরীণ প্রধান সড়ক বান্দরোড, বরিশাল-পটুয়াখালী মহাসড়কে নগর অংশে আমতলার মোড় থেকে রূপাতলী এবং রূপাতলী থেকে ঝালকাঠি সড়কের কালিজিরা ব্রিজ পর্যন্ত যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
এর আগে রোডমার্চ উপলক্ষে সকাল ১০টায় বঙ্গবন্ধু উদ্যানে (বেলস্ পার্ক) সমাবেশ করে বিএনপি। এতে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক।
বক্তব্য রাখেন- দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান, জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, এয়ারভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মো: মজিবর রহমান সরোয়ার, যুগ্ম মহাসচিব ও বরিশাল বিভাগীয় রোডমার্চ বাস্তবায়ন কমিটির দলনেতা হারুন অর রশিদ, বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, আবু নাসের মো: রহমাতুল্লাহ, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন প্রমুখ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশের মানুষ আজ দুর্বিষহ জীবন যাপন করছে। একটি ডিম ১৬ টাকায় কিনে খাচ্ছে। দেশে প্রত্যেকটি জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। গরিব মানুষ হালাল উপার্জন করে জীবিকা নির্বাহ করতে পারছে না। আর এ নিয়ে কেউ প্রতিবাদ করলে তাকে সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা দিয়ে জেলে দিচ্ছে। নারী-শিশু এমনকি সাংবাদিকরাও এই মামলা থেকে রেহাই পাচ্ছে না। সাংবাদিক দম্পতি সাগর-রুনির মামলার চার্জশিট একশ’বার পিছিয়েছে।
সরকার মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে কোটি কোটি টাকা লুটে নিয়েছে। সরকার দলীয় কিছু মানুষ বড়লোক হয়েছে, কোটিপতি হয়েছে, শত শত কোটি টাকার মালিক হয়েছে। আর সাধারণ মানুষ শেষ হয়ে যাচ্ছে। আজ বাংলাদেশের এই অবস্থা থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যে আমরা বিএনপি এবং দেশের সব রাজনৈতিক দল একদফা দাবির আন্দোলন করছি।
তিনি আরো বলেন, ব্যর্থ আওয়ামী লীগ সরকার ষড়যন্ত্র করে আরেকটি পাতানো নির্বাচন করে আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। এর বিরুদ্ধে জনগণকে জাগিয়ে তুলতে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। বিএনপি এক দফার আন্দোলন করে এই সরকারের পতন ঘটাবে। এই সরকার বিনা ভোটের সরকার তারা; পুনরায় এককভাবে ভোট করে ক্ষমতায় আসতে চায়। কিন্তু এ দেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপিসহ সরিক দলগুলো নির্বাচনে যাবে না। এর আগে রোডমার্চ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সমবেত হতে থাকেন। তারা মোটরসাইকেল, ট্রাক, প্রাইভেট কার, মিনি পিকআপ যোগে রোডমার্চে অংশ নেন। এ সময় নেতাকর্মীদের হাতে ছিল বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং প্লাকার্ড।
বেলা সোয়া ১১টায় বঙ্গবন্ধু উদ্যান থেকে শুরু হয় রোডমার্চ। যা নগরীর রূপাতলী হয়ে ঝালকাঠি এলজিইডি মোড়, রাজাপুর মেডিক্যাল মোড় এবং ভাণ্ডারিয়া হয়ে পিরোজপুরের শিয়ালকাঠি এলাকায় গিয়ে শেষ হয়। পথে বেশ কয়েকটি জায়গায় পথসভা অনুষ্ঠিত হয়। এতে বরিশাল বিভাগের ছয় জেলা ও ৪২টি উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
তবে রোডমার্চের শুরুতেই বরিশালে অঝোরে বৃষ্টি শুরু হয়। এর ফলে মোটরসাইকেল এবং ট্রাক-মিনি ট্রাক নিয়ে কর্মসূচিতে অংশ নেয়া নেতাকর্মীরা বৃষ্টিতে ভিজে যায়। এতে অংশগ্রহণ করা অনেক নেতাকর্মীকে কর্মসূচি থেকে ফিরে যেতে দেখা গেছে। তবে বরিশালের দপদপিয়া সেতুর জিরো পয়েন্ট থেকে পটুয়াখালী এবং বরগুনা জেলার নেতাকর্মীরা রোডমার্চে অংশ নেন। এ ছাড়া ঝালকাঠি এবং পিরোজপুরের নেতাকর্মীরা নিজ নিজ জেলা-উপজেলা থেকে অংশগ্রহণ করেন।
কাউখালীতে সমাপ্তি সমাবেশ
পিরোজপুর প্রতিনিধি ও ইন্দুরকানী এবং কাউখালী সংবাদদাতা জানান, শনিবার বিকেলে বরিশাল বিভাগীয় রোডমার্চের সমাপ্তি সমাবেশ পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তায় অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, যুগ্ম মহাসচিব সরোয়ার হোসেন, বরিশাল বিভাগীয় রোডমার্চ প্রধান সমন্বয়কারী ও যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ, সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না। এই সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় সরকারের অধীনে আমরা নির্বাচনে অংশ গ্রহণ করব। আমাদের এ লড়াই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এ লড়াইয়ে বিজয়ী হয়ে আমরা ঘরে ফিরব।
যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এ সরকার আগে ছিল ভোট চোর। আর এখন ভোট ডাকাতির জন্য দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে। শেখ হাসিনা আগে বলেছে এত কষ্ট করে আমেরিকা যাবার কী দরকার। আর এখন তিনি নিজেই আমেরিকা গেছেন।
ঝালকাঠি প্রতিনিধি জানান, সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ঝালকাঠিতে রোডমার্চ কর্মসূচি পালন করছে জেলা বিএনপি। শনিবার বেলা ১টায় জেলার প্রবেশদ্বার কালিজিরা সেতুর পশ্চিম পাশ থেকে রোডমার্চ শুরু করা হয়। রোডমার্চটি শহরের প্রবেশদ্বার পেট্রোলপাম্প মোড়ে অবস্থান করে পথসভা করে। বেলা ২টায় পথসভা শেষ হয়। পথসভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
ঝালকাঠি জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বীর উত্তম, সাবেক বিমানবাহিনী প্রধান আলতাফ হোসেন চৌধুরী, সাবেক এমপি হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় নেতা আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, কাজী রওনাকুল ইসলাম টিপু, নাজিমুদ্দিন আলম, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা