কানাডা ইস্যুতে অস্বস্তিতে মোদি সরকার
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
কানাডা ইস্যুতে কি আন্তর্জাতিক মহলে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে ভারত? কানাডাকে অত্যন্ত কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারত। কিন্তু তাতে তাদের দুর্বলতাই প্রকট হয়েছে বলে অনেকে মনে করছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, সে দেশে দূতাবাসে কর্মীর সংখ্যা কমিয়ে দেয়া হবে। ইতোমধ্যে কানাডায় ভারতীয় দূতাবাসে কর্মীর সংখ্যা কমানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
তা ছাড়া কোনো কানাডার নাগরিককে ভিসা না দেয়ার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, তা আপাতত বহাল থাকবে। অরিন্দম বাগচি জানান, এমনকি, তৃতীয় কোনো দেশ থেকে কানাডার নাগরিক ভারতে আসতে চাইলেও ভিসা দেয়া হবে না।
সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জি-টুয়েন্টি সম্মেলনে ভারতে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করেন এবং সেখানে কানাডায় খালিস্তানি নেতা হত্যাকাণ্ডে ভারতের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেছিলেন নরেন্দ্র মোদিকে। তৎক্ষণাৎ ওই অভিযোগ খণ্ডন করেছিলেন মোদি। আর তারপরেই কানাডায় ফিরে দেশের সংসদে দাঁড়িয়ে ভারতের সমালোচনায় সরব হয়েছিলেন ট্রুডো। এর মধ্যেই কানাডায় ভারতীয় দূতাবাসের এক কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডা। ওই কূটনীতিক কানাডায় ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর প্রধান ছিলেন বলে বলা হচ্ছে। পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতও এক কানাডিয়ান কূটনীতিককে বহিষ্কার করে। এর পরেই ভারতের ভিসা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এতে ভারতের ভাবমূর্তি আন্তর্জাতিক মহলে বেশ কিছুটা হলেও নষ্ট হলো।
উত্তাপের আভাস পাওয়া গিয়েছিল জি-২০ সম্মেলনের মধ্যেই। ভারত এবং কানাডার সরকারের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তা টের পাওয়া গিয়েছিল তখনই।
জি-২০ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খালিস্তানির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তুলেছিলেন। তারপরেই সংবাদ সম্মেলনে জাস্টিন ট্রুডো এক পা এগিয়ে আবার বিষয়টি ‘বাকস্বাধীনতার’ সাথে তুলনা করেন। বিষয়টি যে খুব একটা ভালো নজরে দেখেনি নয়াদিল্লি, তা টের পাওয়া গিয়েছিল জি-২০ সম্মেলনের শেষেই। জাস্টিন ট্রুডোর বক্তব্যের প্রেক্ষাপটে কড়া বিবৃতি দেয় ভারতীয় পররাষ্ট্র দফতর।
এর পরেই ভারতের সাথে বাণিজ্য মিশন বাতিল করে কানাডা সরকার। অন্য দিকে কানাডার খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জার হত্যা মামলার তদন্ত শুরু করেছে কানাডা সরকার। বিষয়টি নিয়ে কড়া বিবৃতি দিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেইসাথে এক ভারতীয় কূটনীতিককেও বহিষ্কার করেছে তারা। কানাডা সরকারের অভিযোগ, ওই কূটনীতিক তদন্তে হস্তক্ষেপ করছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা