২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯ আশ্বিন ১৪৩০, ০৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`
সাংবাদিকদের ইসি আলমগীর

বিদেশীদের চাওয়া ইসির কাছে গুরুত্বপূর্ণ নয়

-

বিদেশীদের চাওয়া নির্বাচন কমিশনের (ইসি) কাছে গুরুত্বপূর্ণ নয়। আমরা স্বাধীনভাবে কাজ করছি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো: আলমগীর। তিনি বলেন, সরকারের কাছ থেকে আমাদের কাছে কখনো কোনো চাপ আসেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতি কী হয়েছে তা আমাদের জানা নেই। আমরা পড়ারও সুযোগ পাইনি, নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম। ভিসানীতির সাথে গাজীপুরে সুষ্ঠু নির্বাচন সম্পর্কিত নয়। নির্বাচনে আইন মেনে না চললে তিনি যে-ই হোন না কেন, ইসি ব্যবস্থা নেবে।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে গতকাল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মো: আলমগীর। তিনি বলেন, নির্বাচনে যারা আসবেন তাদের সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করবে নির্বাচন কমিশন। ভোটাররাও যেন ভোট দিতে পারে তা নিশ্চিত করা হবে। গাজীপুরের মতোই আসন্ন সব নির্বাচন সুষ্ঠু করবে ইসি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করার সবকিছুই করা হবে।
ইসি আলমগীর বলেন, যারা সমালোচনা করেন তারা সবসময়ই সমালোচনা করেন। নির্বাচনের প্রস্তুতি নিতে হয় ৪৫ দিন আগে থেকে। তিনি বলেন, গাজীপুরে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন, সরকারসহ সব পক্ষের ভাবমূর্তি ভালো হয়েছে। বিদেশীরা কী চাইল তা নির্বাচন কমিশনের কাছে গুরুত্বপূর্ণ নয়। সংবিধান ও আইন অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করে, ভবিষ্যতেও করবে। নির্বাচন কমিশন মুক্ত ও স্বাধীন প্রতিষ্ঠান, সরকারের কাছ থেকে কোনো চাপ কখনোই আসেনি বলে উল্লেখ করেন আলমগীর।
ইভিএমে ভোটের ফলাফল বিলম্ব হওয়ার কারণ হিসেবে আলমগীর বলেন, গাজীপুর বেশ বড় সিটি করপোরেশন, অনেক প্রার্থী ছিলেন, তাই ফল দিতে সময় লেগেছে। তবে সংসদ নির্বাচনে ফলাফল দিতে এত সময় লাগবে না। কারণ, সংসদ নির্বাচনে কোনো কাউন্সিলর পদপ্রার্থী থাকবে না।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। তাই আমরা বলতে পারি না জাতীয় নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে। কিন্তু আমরা সব দলকে বলব নির্বাচনে অংশগ্রহণের জন্য।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশী কারীর আজান-মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর খুতবায় নিউইয়র্ক সেন্টারে জুমার নামাজ বিপিএলে উপেক্ষিত মুমিনুল, মুনিম, সাব্বির ড্রাফট শেষে কেমন হলো বিপিএলের দলগুলো নয়াপল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশ শুরু পাথরঘাটায় অটোরিকশাচাপায় শিশু নিহত তথ্য অধিকার আইন সম্পর্কে জনগণকে সচেতন করতে রাষ্ট্রপতির নির্দেশ বাড়ি ফেরা হলো না আমতলীর ইউপি সদস্যের নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা নাইম শেখ ঢাকায়, কুমিল্লায় চ্যাম্পিয়ন অধিনায়ক ইমরুল কায়েস বাউফলে দেলাওয়ার হোসাইন সাঈদীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত স্বামীর সাথে অভিমান করে সন্তানদেরসহ বিষপান, ৩ জনের মৃত্যু

সকল