২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

এরদোগানই আবারো তুরস্কের প্রেসিডেন্ট

-

তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রজব তৈয়ব এরদোগান। নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) নেতা এরদোগান ৫২ দশমিক ১২ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্য দিকে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) কামাল কিলিচদারোগ্লু পেয়েছেন ৪৭ দশমিক ৮৮ শতাংশ ভোট।
গতকাল রোববার দ্বিতীয় দফায় এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আল জাজিরা।
গতকাল রাত ১১টার পর ডেইলি সাবহার লাইভ প্রতিবেদনে দেখানো হয়, দেশটিতে মোট ভোটার ৬ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৪১৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৫ কোটি ২৪ লাখ ৭১ হাজার ২৯ জন। যেখানে ভোটার উপস্থিতির হার ৮৪ দশমিক ৮৮ শতাংশ।
প্রথম দফায় কেউ নিয়ম অনুসারে ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে কাতারের আমির, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ও লিবিয়ার প্রধানমন্ত্রী এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন।
গত ১৪ মে অনুষ্ঠিত হওয়া প্রথম দফার ভোটে এরদোগান পান ৪৯.৫২ শতাংশ ভোট আর নিকটতম প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগ্লু পান ৪৪.৮৮ শতাংশ ভোট। ওই ধাপে তৃতীয় হয়েছিলেন সিনান ওগান। তিনি পান ৫.১৭ শতাংশ ভোট। এ ধাপে অবশ্য তিনি এরদোগানকে সমর্থন জানিয়েছেন। আনাদোলু এজেন্সির তথ্য মতে, দেশটির ৬ কোটি ৪০ লাখ বৈধ ভোটারের মধ্যে প্রথম ধাপে ৪৪.৮৪ শতাংশ ভোটার ভোট দিয়েছিলেন। আলজাজিরা, আনাদোলু এজেন্সি, ডেইলি সাবাহ এর খবরে বলা হয়।


আরো সংবাদ



premium cement
নতুন শিক্ষাক্রম নিয়ে এত সমালোচনার কারণ কী! ইউরোপে সরকারি কর্মীদের জন্য নিষিদ্ধ হতে পারে হিজাব সাধারণত জঘন্য অপরাধে আসামিদের ডান্ডাবেড়ি পরানো হয় : হাইকোর্ট সরকার অবাধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী জাপানের উপকূলে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত : ৮ ক্রু নিখোঁজ মির্জা আব্বাস, আলতাফ ও আলালের জামিন আবেদন খারিজ ফের যুদ্ধ শুরুর ঘোষণা নেতানিয়াহুর নেতানিয়াহুকে ‘গাজার কসাই’ বললেন এরদোগান সিলেটে মাদক মামলায় ভারতীয় নাগরিকসহ ৩ জনের যাবজ্জীবন পশ্চিমতীরে ইসরাইলের সবচেয়ে বড় অভিযান ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোরের নীতি অনুমোদন দিয়েছে সৌদি

সকল