১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বাইডেনের নির্দেশে ধ্বংস চীনা বেলুন

চীনের ‘উপযুক্ত জবাব’ দেয়ার ঘোষণা
-

যুক্তরাষ্ট্রের আটলান্টিকের আকাশে উড়তে থাকা চীনের ‘গোয়েন্দা’ বেলুনটিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশেই ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে ধ্বংস করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাসহ স্পর্শকাতর স্থানের অনেক ওপর দিয়ে উড়ছিল বলে দাবি মার্কিন কর্মকর্তাদের। ফলে এটি ধ্বংসের অনুমতি দেয়া নিয়ে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপে ছিলেন প্রেসিডেন্ট বাইডেন। রয়টার্স ও সিএনএন
নানা দিক মাথায় রেখে অনুমতি দিতে বাধ্য হন জো বাইডেন। এ বিষয়ে ম্যারিল্যান্ডের হ্যাগারসটাউনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, শনিবার যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে একটি সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুনকে গুলি করে ধ্বংস করার মিশন সফল হয়েছে। তিনি আরো জানান, পেন্টাগনকে নির্দেশ দিয়েছিলাম নিরাপদ স্থানে যাওয়ার সাথে সাথে আকাশ থেকে নামিয়ে ফেলতে। গত বুধবার এই চীনা বেলুন সম্পর্কে আমাকে যখন জানানো হয়েছিল তখনই আমি পেন্টাগনকে নির্দেশ দিয়েছিলাম যত দ্রুত সম্ভব গুলি করে নামাতে।
প্রেসিডেন্ট জো বাইডেন আরো বলেন, আমাদের লক্ষ্য ছিল এটি ধ্বংস করার সময় যেন কারো ক্ষতি না হয়। বিশেষ করে সাগরের ওপরে থাকার সময় আমরা সময়টি বেছে নিই। সফলভাবে কাজটি সম্পন্ন হওয়ায় পাইলটদের ধন্যবাদ জানাই। এর পেছনে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা দলের সুপারিশ ছিল কি না এমন প্রশ্নে বাইডেন বলেন, আমি তাদের নির্দেশ দিয়েছিলাম এটিকে গুলি করে নামাতে। তারা আমাকে বলেছিল, কাজটি করতে সবচেয়ে নিরাপদ জায়গার জন্য অপেক্ষা করি।
পেন্টাগন জানিয়েছে, বেলুনটিকে গুলি করে মার্কিন নৌসীমায় নামানো হয়। এর একটি ভিডিও প্রকাশ হয়েছে। বেলুনটি বিস্ফোরণের পর সাগরে পড়ে যায়। এতে একটি এফ-২২ জঙ্গি বিমান ব্যবহার করা হয়। অভিযান পরিচালনার সময় উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে উপকূলের কাছে তিনটি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল। জনসাধারণের চলাচলে সামিয়ক সময়ের জন্য সতর্কতা জারি করা হয়।
এবার প্রশ্ন উঠেছে, ট্রাম্প প্রশাসনের সময়ও চীনা গুপ্তচর বেলুন দেখা যায় যুক্তরাষ্ট্রে। এমন দাবি করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের আকাশে নজরদারি বেলুন উড়তে দেখা যায়। পিপলস রিপাবলিক অব চীন সরকারের নজরদারি বেলুন ট্রাম্প প্রশাসনের সময় অন্তত তিনবার সংক্ষিপ্ত সময়ের জন্য যুক্তরাষ্ট্রে ট্রানজিট করেছিল।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার শুক্রবার সিএনএন দিজ মর্নিংয়ে বলেন, পেন্টাগনের বিবৃতিতে বিস্মতি হয়েছি যে ট্রাম্পের সময়ও একই ঘটনা ঘটেছিল। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকার সময় মার্কিন প্রতিরক্ষা দফতরের মন্ত্রী হিসেবে ২০১৯ সালের ৯ জুলাই থেকে ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রী ছিলেন এসপার।
বেলুন ধ্বংসে ক্ষুব্ধ চীন ‘উপযুক্ত জবাব’ দেয়ার ঘোষণা : যুক্তরাষ্ট্রের আকাশে নিজেদের বেলুন প্রবেশের ঘটনায় ‘দুঃখ প্রকাশ’ করার পরও মার্কিন প্রতিরক্ষা বাহিনী সেই বেলুনটি ধ্বংস করায় ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ জানিয়েছে চীন। এই ঘটনার ‘উপযুক্ত জবাব’ দেয়া হবে বলেও সতর্কবার্তা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।’
এ ঘটনার অল্প সময়ের মধ্যেই প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দেয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়, ‘আমরা আগেও বলেছি, এটা পুরোপুরি বেসামরিক একটি আকাশযান (এয়ারশিপ) এবং বাতাসের গতির কারণে নিজের পথ থেকে বিচ্যুত হয়ে সেটি যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করেছে।’
‘কিন্তু যুক্তরাষ্ট্র যেভাবে তার বিমানবাহিনী দিয়ে সেটি ধ্বংস করেছে; তা রীতিমতো অতিরিক্ত প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক কূটনীতির লঙ্ঘন। আমরা তীব্র অসন্তোষ জানাচ্ছি।’ ‘সেই সাথে বলছি, চীন তার বৈধ অধিকার ও স্বার্থের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেবে না এবং অবশ্যই এ ঘটনার উপযুক্ত জবাব দেবে।’


আরো সংবাদ



premium cement