২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ঢাকার ৭ স্থানে সমমনা জোটের সমাবেশ আজ

নতুন কর্মসূচি আসতে পারে
-

গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে আজ শনিবার ঢাকার সাত জায়গায় সমাবেশ করবে বিএনপিসহ সমমনা জোটগুলো। সমাবেশ থেকে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে দলগুলো।
জানা গেছে, রমজানের আগে রাজপথে জনসম্পৃক্ততামূলক আরো বেশ কিছু বড় কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপিসহ যুগপৎ আন্দোলনের শরিকরা। কমসূচির মধ্যে বিবেচনায় রয়েছে পদযাত্রা, রোড মার্চ, মানবপ্রাচীর ও ঢাকায় মহাসমাবেশ।
আজ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ২টায় শুরু হবে বিএনপির সমাবেশ। এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে, ১২ দলীয় জোট বিজয় নগর পানির ট্যাংকের সামনে, জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন প্রিতম ভবনের উল্টো দিকে সড়কে এবং গণতান্ত্রিক বাম ঐক্য জাতীয় প্রেস ক্লাবের পশ্চিম দিকে সমাবেশ করবে। বেলা ১১টায় এসব সমাবেশ শুরু হবে।
গণফোরাম ও পিপলস পার্টি যৌথভাবে মতিঝিলে নটর ডেম কলেজের উল্টো দিকের সড়কে বিকাল ৪টায় এবং এফডিসির কাছে এলডিপি বেলা ৩টায় সমাবেশ করবে।
ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ বলেছেন, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনসহ ১০ দফা দাবিতে আমাদের যুগপৎ এই কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। বেলা ২টায় আমরা এই সমাবেশের কার্যক্রম শুরু করব।


গত ১০ ডিসেম্বর বিএনপি সরকার পদত্যাগের ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা করে। এরপর গণমিছিল, গণ-অবস্থান, বিক্ষোভ সমাবেশের কর্মসূচি করেছে বিএনপিসহ সমমনা জোটগুলো।
বিএনপির দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকাসহ ৯ বিভাগে সমাবেশ হবে। কুমিল্লায় টাউন হল ময়দানে খন্দকার মোশাররফ হোসেন, রাজশাহীর সোনা মসজিদ মোড়ে মির্জা আব্বাস, খুলনা সিটি করপোরেশনের সামনে সোসাইটি মোড়ে গয়েশ্বর চন্দ্র রায়, বরিশালের জেলা স্কুল মাঠে আবদুল মঈন খান, চট্টগ্রাম মহানগর বিএনপি অফিসের সামনে নজরুল ইসলাম খান, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিলেটে রেজিস্ট্রার মাঠে সেলিমা রহমান, ফরিদপুরে কমলপুর হাইস্কুল মাঠে বরকত উল্লাহ বুলু ও রংপুরে মহানগর বিএনপি অফিসের সামনে মোহাম্মদ শাহজাহান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। দফতরের কর্মকর্তারা জানান, প্রতিটি বিভাগে সমাবেশের প্রস্তুতি কাজ শেষ হয়েছে।


আরো সংবাদ



premium cement
ড. ইউনূসের ইউনেস্কো পুরস্কার নিয়ে যা বললেন তার আইনজীবী একনেকে ৮৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন সান্তাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : আব্দুর রহমান যুক্তরাষ্ট্রের সেতু ভাঙ্গার প্রভাব পড়বে বিশ্বজুড়ে! নাশকতার মামলায় চুয়াডাঙ্গা বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মী কারাগারে হারল্যানের পণ্য কিনে লাখপতি হলেন ফাহিম-উর্বানা দম্পতি যাদের ফিতরা দেয়া যায় না ১৭ দিনের ছুটি পাচ্ছে জবি শিক্ষার্থীরা বেলাবতে অটোরিকশা উল্টে কাঠমিস্ত্রি নিহত রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিসঙ্ঘের প্রতিবেদন

সকল