২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

বাংলাদেশের বাধা বৃষ্টি আর ম্যাথুজ

উইকেট পাওয়ার পর সাকিব আল হাসানকে সতীর্থদের অভিনন্দন : নয়া দিগন্ত -

সকালের শুরুটা দুর্দান্ত করলেও সেটি দিনের পুরোটা সময় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। দিমুথ করুনারতেœ ও কাসুন রাজিথার উইকেট হারায় শ্রীলঙ্কা। দ্বিতীয় সেশনে আধিপত্য দেখিয়েছে বৃষ্টি। এরপর দিনের শেষ সেশনটা নিজেদের করে নেয় সফরকারী দল। অ্যাঞ্জেলো ম্যাথুস ও ধনাঞ্জয়া ডি সিলভার প্রতিরোধে বৃষ্টি বাধা দিলেও দমাতে পারেনি তাদের দু’জনকে। শেষ পর্যন্ত তাদের দু’জনের হাফ সেঞ্চুরিতে তৃতীয় দিনের দাপটের পাল্লাটা নিজেদের দিকেই ভারী করেছে সফরকারীরা। তাদের ব্যাটিং কৌশলের কাছে অসহায় হয়ে পড়েন বাংলাদেশী বোলাররা। এরপর ৮১তম ওভারে নতুন বল পেয়ে যেন জ্বলে উঠলেন বোলাররা। সাকিব আল হাসান ফেরালেন ধনঞ্জয়াকে। রঙ হারানো দিনের শেষ বিকেলে পেসার এবাদত যেন গোলা ছুড়তে থাকেন। এতে প্রতিপক্ষ শিবিরে খানিক ভীতির সঞ্চার হয়েছে।
বৃষ্টিতে ঢাকা টেস্টের তৃতীয় দিন খেলা হলো ৫১ ওভার। এই ৫১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৯ রান যোগ করেছে শ্রীলঙ্কা। ফলে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ স্কোর ৯৭ ওভারে ৫ উইকেটে ২৮২ রান। তাতেই বাংলাদেশের কাছাকাছি চলে এসেছে শ্রীলঙ্কা। ৫ উইকেট হাতে নিয়ে ৮৩ রানে পিছিয়ে। প্রথম ইনিংসে ৩৬৫ রান করেছিল স্বাগতিক বাংলাদেশ। বৃষ্টিতে দ্বিতীয় সেশন পুরোটাই খেলাবিহীন, আর ম্যাথুজ যেন জেঁকে বসেছে ক্রিজে। গতকাল পর্যন্ত এ দু’টিই ছিল বাধা স্বাগতিকদের।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১৪৩ রান করেছিল শ্রীলঙ্কা। অধিনায়ক দিমুথ করুনারতেœ ৭০ রান ও রাজিথা খালি হাতে দিন শেষ করেছিলেন। তৃতীয় দিনের দ্বিতীয় বলেই উইকেট শিকারের আনন্দে মাতে বাংলাদেশ। রাজিথাকে বোল্ড করেন বাংলাদেশ পেসার এবাদত হোসেন। রাজিথার অফস্টাম্প ভেঙে দেন এবাদত। ১২ বল খেলে রানের খাতা খুলতে পারেননি রাজিথা।
এরপর ক্রিজে আসেন প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৯৯ রান করা অ্যাঞ্জেলো ম্যাথুজ। অধিনায়কের সাথে তাল মিলিয়ে খেলতে থাকেন তিনি। এতে দলের স্কোর দেড় শ’ পেরিয়ে যায়।
দ্বিতীয় দিন তিনবার জীবন পাওয়া করুনারতেœ, দিনের শুরু থেকে সাবলীল ছিলেন না। শেষ পর্যন্ত সাকিব আল হাসানের বলে বোল্ড হন। সাকিবের দুর্দান্ত ডেলিভারিতে পা নিয়ে খেলতে না পারার মাশুল দিয়েছেন লঙ্কান দলপতি। ব্যাট-প্যাডের মাঝ দিয়ে বল স্টাস্প ভাঙে। ৯টি চারে ১৫৫ বলে ৮০ রান করেন করুনারতেœ।
এরপর ধনাঞ্জয়া ডি সিলভাকে নিয়েই প্রথম সেশন শেষ করার দিকে এগিয়ে যাচ্ছিলেন ম্যাথুজ। বাংলাদেশ বোলারদের শক্ত হাতে সামলাচ্ছিলেন তারা। এই জুটির কল্যাণে ২০০ রানও পেয়ে যায় সফরকারীরা। মধ্যাহ্ন বিরতি ঠিক আগ মুহূর্তে বৃষ্টি নামলে, আগেভাগেই শেষ হয় প্রথম সেশন। ৪ উইকেটে ২১০ রান নিয়ে প্রথম সেশনের বিরতিতে যায় বাংলাদেশ। এ সময় ম্যাথুজ ২৫ ও ডি সিলভা ৩০ রানে অপরাজিত ছিলেন।
বিরতির শেষ হওয়ার পরও বৃষ্টির দাপটে মাঠে গড়ায়নি খেলা। বৃষ্টিতে দ্বিতীয় সেশনের খেলা ভেস্তে যায়। পরে বিকেল ৪টায় শুরু হয় খেলা। আলো স্বল্পতা না হলে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট খেলা চালিয়ে যাওয়ার সিদ্বান্ত নেয়া হয়। আর শেষ দুই দিন সকাল ১০টার পরিবর্তে ৯টা ৩০ মিনিটে খেলার শুরু করা হবে।
খেলা শুরুর পর ব্যাট হাতে নেমে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ছয় ওভারের পাঁচটিতে কোনো রান নিতে পারেননি ম্যাথুজ ও ডি সিলভা। শ্রীলঙ্কা ইনিংসে ৮১তম ওভারের দ্বিতীয় বলের পর নতুন বল নেয় বাংলাদেশ। খালেদের করা ওই ওভারের শেষ দুই ডেলিভারিতে বাউন্ডারি মারেন ম্যাথুজ। ৮৭তম ওভারে খালেদকে চার মেরে টেস্ট ক্যারিয়ারের দশম হাফ সেঞ্চুরিতে করেন ডি সিলভা। সাকিবের করা পরের ওভারে লং অফ দিয়ে ছক্কা মেরে টেস্ট ক্যারিয়ারের ৩৮তম অর্ধশতক পূর্ণ করেন ম্যাথুজ। আর ওই ওভারের পঞ্চম বলে রিভিউ নিয়ে ডি সিলভার বিদায় নিশ্চিত করেন সাকিব।
সাকিবের টার্ন করা বল ঠিকমতো খেলতে পারেননি ডি সিলভা। বল গিয়ে জমা পড়ে উইকেটরক্ষক লিটনের গ্লাভসে। ক্যাচ আউটের আবেদন করে বাংলাদেশ। তাতে সাড়া দেননি নন-স্ট্রাইকের আম্পায়ার। পরে রিভিউ নেয় বাংলাদেশ। রিপ্লেতে দেখা যায়, বল ডি সিলভার ব্যাট হালকা স্পর্শ করে। ৯টি চারে ৯৫ বলে ৫৮ রানে আউট হন ডি সিলভা। ইনিংসে তৃতীয় উইকেট শিকার করেন সাকিব। পঞ্চম উইকেটে ১৯১ বলে ১০২ রান যোগ করেন ম্যাথুজ ও ডি সিলভা।
ষষ্ঠ উইকেটে দিনেশ চান্ডিমালকে নিয়ে দিনের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪টি চার ও ১টি ছক্কায় ১৫৩ বলে ৫৮ রান করা ম্যাথুজ ও চান্ডিমাল ১০ রানে অপরাজিত থাকেন। সাকিব ৫৯ রানে ৩টি উইকেট নেন। ৭৮ রানে ২ উইকেট নেন এবাদত।
স্কোর কার্ড (টস বাংলাদেশ) :
বাংলাদেশ প্রথম ইনিংস : ১১৬.২ ওভারে ৩৬৫ (মুশফিকুর রহীম ১৭৫*, লিটন দাস ১৪১; রাজিথা ৫/৬৪, আসিথা ৪/৯৩, জয়াবিক্রমা ০/১০৮, রমেশ ০/৫৩, ধনাঞ্জয়া ০/২৭)।
শ্রীলঙ্কা প্রথম ইনিংস : তৃতীয় দিন শেষে ৯৭ ওভারে ২৮২/৫ (ওশাদা ৫৭, করুনারতেœ ৮০, কুশল মেন্ডিস ১১, রাজিথা ০*, ম্যাথুজ ৫৮*, ধনঞ্জয়া ৫৮, চান্দিমাল ১০*; খালেদ ০/৬২, এবাদত ২/৭৮, সাকিব ৩/৫৯, মোসাদ্দেক ০/১৪, তাইজুল ০/৬৩)।


আরো সংবাদ



premium cement
সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : মন্ত্রী গাজীপুরে গাঁজার বড় চালানসহ আটক ২ দুই ঘণ্টায় বিক্রি হয়ে গেল ২৫০০ তরমুজ ড. ইউনূসের ইউনেস্কো পুরস্কার নিয়ে যা বললেন তার আইনজীবী একনেকে ৮৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন সান্তাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : আব্দুর রহমান যুক্তরাষ্ট্রের সেতু ভাঙ্গার প্রভাব পড়বে বিশ্বজুড়ে! নাশকতার মামলায় চুয়াডাঙ্গা বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মী কারাগারে হারল্যানের পণ্য কিনে লাখপতি হলেন ফাহিম-উর্বানা দম্পতি

সকল