১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১, ১৩ শাবান ১৪৪৬
`

অসাধারণ সময়ে সাধারণ বাজেট যেন না আসে : ড. দেবপ্রিয়

-

মূল্যস্ফীতির চাপে জনজীবন বিপর্যস্ত উল্লেখ করে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠী যাতে বেঁচে থাকতে পারে সে জন্য আগামী বাজেটে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ওপর সরকারকে বিশেষ জোর দিতে হবে। একই সাথে বাজেট হতে হবে অন্তর্ভুক্তিমূলক, যেন প্রান্তিক জনগোষ্ঠী এর সুবিধা পেতে পারে। এ লক্ষ্যে প্রথাগত বাজেট তৈরির যে প্রক্রিয়া, সেটা থেকে কিছুটা ব্যত্যয় ঘটানো প্রয়োজন। অসাধারণ সময়ে সাধারণ বাজেট যেন না আসে।
গতকাল রোববার ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম’ আয়োজিত ‘আসন্ন বাজেট নিয়ে জনমানুষের প্রত্যাশা’ শীর্ষক এক ভার্চুয়াল সংলাপে সংগঠনের আহ্বায়ক ও বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী বাজেটে জনমানুষের প্রত্যাশাটা অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কোভিড পরিস্থিতিতে সবার কর্মহীনতা বেড়েছে, এর সাথে সাথে আয় কমেছে, মানুষ সঞ্চয় ভেঙেছে। সে জন্য বাজেটে প্রথমে জোর দিতে হবে কর্মসংস্থান সৃষ্টির ওপর। কী পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, বেসরকারি খাত কী পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি করবে ও কী পরিমাণ উদ্যোক্তা তৈরি হবে তা বাজেটে পরিষ্কারভাবে বলা থাকতে হবে।
ড. দেবপ্রিয় বলেন, অন্য দিকে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত, কারণ তাদের আয় সেই গতিতে বাড়েনি। মানুষকে নিঃস্ব হওয়া থেকে বাঁচাতে সরকার ‘ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের’ (টিসিবি) মাধ্যমে খোলাবাজারে জিনিসপত্র বিক্রির আওতা বাড়াতে পারে এবং সামাজিক খাতে বরাদ্দ বাড়াতে পারে। তিনি বলেন, আমরা কোভিড উত্তর যে পুনরুজ্জীবনটা ২০২১ সালের শেষের দিকে দেখেছিলাম, ২০২২ সালের শুরু থেকে এটা ধাক্কা খেয়েছে। এটার সাথে যুক্ত হয়েছে আন্তর্জাতিক পরিস্থিতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, সার ও অন্যান্য খাদ্যপণ্য এবং ভোজ্যতেলের দাম বৃদ্ধি। আরো যুক্ত হয়েছে পৃথিবীর সার্বিক অস্থিরতা ও ইউক্রেনের যুদ্ধ। ফলে পণ্য পরিবহন ব্যবস্থা ভীষণভাবে বিঘিœত হচ্ছে। সুতরাং সামনে যে নতুন চ্যালেঞ্জগুলো আছে সেগুলোকে মাথায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে। সে জন্য আমরা যেটা বলতে চাচ্ছি, অসাধারণ সময়ে সাধারণ বাজেট যেন না আসে। আমরা অসাধারণ সময়ে ব্যতিক্রমধর্মী বাজেট চাচ্ছি। যে বাজেটের একটি নীতিকাঠামো আগে প্রকাশ করা প্রয়োজন।
ড. দেবপ্রিয় বলেন, সরকার থেকে একাধিক প্রণোদনা দেয়া হয়েছে কোভিডের সময়কালে। সম্প্রতি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গরিব এক কোটি পরিবারকে টিসিবির মাধ্যমে খাদ্যপণ্য দেয়া হচ্ছে। একইভাবে খাদ্য মন্ত্রণালয় ৫০ লাখ পরিবারকে খাদ্য সহায়তা দেবে। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে যে সাহায্য অব্যাহত আছে এটা সমন্বয় করে একটি অভিন্ন তথ্যভাণ্ডারের মাধ্যমে তালিকা প্রকাশ করা হলে সরকার থেকে যে প্রণোদনা বরাদ্দ করেছে, কোন এলাকায় কোন জনপ্রতিনিধি কী পেয়েছেন সেটি জানা যেত। প্রণোদনা কী দেয়া হলো, আর কী পেল সেটার মধ্যে যদি কোনো পার্থক্য থাকে তাহলে সরকারের যে নীতি, যে আকাক্সক্ষা, সেটা অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়ে যায়। যে যে এলাকায় জনপ্রতিনিধি আছেন, তারা কত টাকা বরাদ্দ পেয়েছিলেন এবং কত টাকা খরচ করেছেন, সেগুলো জানার অধিকার সবার রয়েছে। আমরা জানতে চাই, আসলেই পিছিয়ে পড়া মানুষের জন্য বরাদ্দকৃত অর্থ তার কাছে সঠিকভাবে পৌঁছে দিচ্ছে কি নাÑ এটা বাজেট আসার আগে পরিষ্কার করা দরকার।
অনুষ্ঠানে সমাজের পিছিয়ে পড়া বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বক্তব্য দেন। প্রতিবন্ধীদের জন্য কাজ করা বেসরকারি সংস্থা সিএসআইডির প্রধান খন্দকার জহুরুল আলম মনে করেন, প্রতিবন্ধী সুবিধাভোগীর সংখ্যা বাড়ছে, টাকার পরিমাণ বাড়ছে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুবাইয়াত ফেরদৌস হিজড়াদের এসএমই ঋণ দেয়ার ব্যবস্থা করার সুপারিশ করেন। উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী লামিয়া আক্তার শিশুদের জন্য আলাদা বাজেট প্রত্যাশা করে।
দলিত সম্প্রদায়ের প্রতিনিধি বিপ্লব চন্দ্র বলেন, দলিত সম্প্রদায়ের জন্য বাজেটে আবাসনের বরাদ্দ থাকা উচিত। আর বাজেটে আদিবাসীদের জন্য যে বরাদ্দ থাকে, তা বিচ্ছিন্ন বলে মনে করেন আদিবাসীদের প্রতিনিধিদের খোকন মুর্মু। এটা সহজে খুঁজে পাওয়া যায় না।
বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মুসলেম মনে করেন, করোনার সময় নারী উদ্যোক্তা ও শ্রমিকেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের জন্য আলাদা কর্মসূচি নেয়া উচিত।


আরো সংবাদ



premium cement
সংসারের হাল ধরা হলো না দরিদ্র কলেজছাত্র আদমের মায়ের সাথে শেষ কথা বলা হলো না শহীদ ফয়েজের কঙ্গোর পূর্বাঞ্চলে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সম্মত ট্রাম্প ও পুতিন ইউক্রেনের পুরনো সীমানা ফিরে পাওয়ার আশা ‘অবাস্তব’ : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ট্রাম্পের সাথে বৈঠকের আগেই ‘খারাপ’ খবর পেলেন মোদি! ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ : দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য সমর্থন আরব আমিরাতের লিবিয়ায় আটকে থাকা ১৪৫ বাংলাদেশীকে প্রত্যাবাসন দুবাই পৌঁছেছেন প্রধান উপদেষ্টা যবিপ্রবিতে আওয়ামীপন্থী শিক্ষক নেতাকে প্রো-ভিসি বানানোর চেষ্টা ঢাবিতে বৈষম্যবিরোধীদের জনমত জরিপ শুরু

সকল