১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

শাবিতে অনশনরত ৩ শিক্ষার্থী হাসপাতালে

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অনশনরত শিক্ষার্থীরা : নয়া দিগন্ত -

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা টানা ৭ দিন ধরে চালিয়ে যাচ্ছেন আন্দোলন। শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি হামলার পর ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের একদফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। বুধবার বিকেল থেকে সেই দাবিতে আমরণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ শিক্ষার্থী মুখে কিছু না দিয়েই আছেন। টানা অনশনের ফলে এই ২৪ জনের মধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ১০ জনের শরীরে অনশনস্থলেই স্যালাইন পুশ করা হয়। বৃহস্পতিবার দুপুরে কাজল দাস নামের এক শিক্ষার্থীকে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে তাকে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে বাংলা বিভাগের মোজাম্মেল হক ও সমাজকর্ম বিভাগের দীপান্বিতা বৃষ্টি নামের দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে অ্যাম্বুলেন্সযোগে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ছাড়া মরিয়ম নামের এক ছাত্রীকে একটি বেসরকারি হাসপাতালে এবং নিশাত নামের আরেক শিক্ষার্থীকে এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অনশনরত শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব। কোনো প্রতিবন্ধকতাই আমাদের টলাতে পারবে না। শুধু ওয়াশ রুমের প্রয়োজন ছাড়া আমরা এই জায়গা থেকে উঠছি না। কোনো ধরনের খাবারও গ্রহণ করছি না।


আরো সংবাদ



premium cement