২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

৫ মাস পর আবার সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত

-

দেশে পাঁচ মাস পরে আবার সর্বোচ্চ কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। গত বছরের আগস্ট মাসের মাঝামাঝিতে সর্বশেষ একদিনে এত বেশি রোগী শনাক্ত হয়েছিল। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আট হাজার ৪০৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ১০ জনের।
গত ২৪ ঘণ্টায় যতগুলো নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ২৩.৯৮ শতাংশ রোগী কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। অর্থাৎ প্রায় প্রতি চারজনের মধ্যে একজন নতুন রোগী শনাক্ত হচ্ছেন।
গতকাল শুধুমাত্র রাজবাড়ী জেলা ছাড়া বাকি ৬৩টি জেলাতেই কোভিড রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৪৭৫ জন। গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৫৪টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে। সর্বশেষ আগস্টের ১৩ তারিখে আট হাজার ৪৬৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছিল। এ বছরের ৪ জানুয়ারি থেকে প্রতিদিনই বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। দেশে এখন পর্যন্ত মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫৩ হাজার ৭৯৫ জন। মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৬৪ জনের।
মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জিনোম সিকোয়েন্সিং রিসার্চ প্রজেক্টের প্রধান পৃষ্ঠপোষক এবং ভিসি অধ্যাপক ডা: মো: শারফুদ্দিন আহমেদ একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বর্তমানে যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ২০ শতাংশ ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। তবে হাসপাতালে যারা ভর্তি হচ্ছেন, তাদের সবাই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত।
গত দুই বছর এপ্রিল থেকে আগস্ট মাস পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ বেশি দেখা গেছে। কিন্তু এ বছর জানুয়ারি মাস থেকেই সংক্রমণ বাড়তে শুরু করেছে।
করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে সার্বিক অবস্থা সম্পর্কে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, এখন পর্যন্ত দেশে ৮০ শতাংশের বেশি মানুষ ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে। আইডিসিআরের যে তথ্য আছে তাতে দেখা যাচ্ছে ঢাকা শহরে ওমিক্রনের হার বেশি। অন্য শহরে কম। এখন পর্যন্ত সামগ্রিক বিচারে ডেল্টা ভাইরাসের সংক্রমণের সংখ্যা ৮০ শতাংশের উপরে। সংক্রমণের হার বেড়ে যাওয়াকে ‘একটা অশুভ ইঙ্গিত’ বলে তিনি মন্তব্য করেন।
খুরশীদ আলম বলেন, ওমিক্রনের সংক্রমণ আগের চেয়ে বেড়েছে। তবে এখন পর্যন্ত সংক্রমণ হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্টে বেশি। ঢাকার বাইরে ওমিক্রনের প্রাদুর্ভাব নেই বললেই চলে। তবে ঢাকায় ডেল্টা ভ্যারিয়েন্ট বেশি প্রাধান্য বিস্তার করছে। সংক্রমণের বিস্তার ঠেকাতে ১৩ জানুয়ারি থেকে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে সরকার।
চট্টগ্রামে নতুন করে শনাক্ত ৭৩৮
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে নতুন করে আরো ৭৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এই দিন করোনাভাইরাসে আক্রান্ত কারো মৃত্যু হয়নি। করোনা শনাক্তের হার ২৩ দশমিক ৬৭ শতাংশ। এর আগে গত সোমবার চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিলেন ৭৪২ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের গতকাল মঙ্গলবারের তথ্য অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১২টি ও কক্সবাজারের একটি ল্যাবে তিন হাজার ১১৭ জনের নমুনা পরীক্ষা করে ৭৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৪৭ জনই চট্টগ্রাম মহানগরের বাসিন্দা। বাকি ৯১ জনের মধ্যে লোহাগাড়ায় দুই, সাতকানিয়ায় ১৩, বাঁশখালীতে পাঁচ, আনোয়ারায় দুই, চন্দনাইশে তিন, পটিয়াতে চার, বোয়ালখালীতে ১৪, রাঙ্গুনিয়ায় তিন, রাউজানে চার, হাটহাজারীতে ২১, ফটিকছড়িতে তিন, সন্দ্বীপে দুই ও সীতাকুণ্ড উপজেলার ১৫ জন রয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ ইলিয়াস চৌধুরী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১১০ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ৮৮ জন, অ্যান্টিজেন টেস্টে ১২৮ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৮ জন, শেভরন হাসপাতালে ৬৪ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫০ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৩০ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৮ জন, এপিক হেলথকেয়ার ল্যাবে ৭৫ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৫০ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ১৩ জন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ৩৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
রাজশাহী বিভাগে আরো ১৭৭ জনের দেহে করোনা
রাজশাহী ব্যুরো জানায়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগে ১৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন নমুনা পরীক্ষার অনুপাতে প্রায় ২০ শতাংশ ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়। সংক্রমণের এই হার বিভাগে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। তবে টানা চার দিন বিভাগে করোনায় কেউ মারা যাননি। গতকাল মঙ্গলবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) নাজমা আক্তার স্বাক্ষরিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের পাঠানো প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগের আটটি জেলায় নমুনা পরীক্ষা আগের দিনের তুলনায় অর্ধেকে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় ৮৮৮ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয়েছে ১৭৭ জনের। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্ত ১৯ দশমিক ৯৩ শতাংশ। এটি চলতি বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ শনাক্তের হার। এর আগের ২৪ ঘণ্টায় এক হাজার ৯৮৪ জনের নমুনা পরীক্ষায় ১৮২ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ছিল ৯ দশমিক ১৭। অর্থাৎ আগের দিনের তুলনায় বিভাগে নমুনা পরীক্ষা কমেছে, একই সাথে করোনা শনাক্তের পরিমাণ কিছুটা কমলেও শনাক্তের হার আগের দিনের তুলনায় দ্বিগুণ হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত ১৭৭ জনের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ ৬২ জন, বগুড়ায় ৫৬, নওগাঁয় ২২, পাবনায় ১৯, নাটোরে ৯, জয়পুরহাটে চার, চাঁপাইনবাবগঞ্জে তিন ও সিরাজগঞ্জে দুইজনের করোনা শনাক্ত হয়েছে।


আরো সংবাদ



premium cement
গোবিন্দগঞ্জে ট্রাক্টরচাপায় নারী নিহত অভিযোগ করার পর ইনসুলিন ইঞ্জেকশন কেজরিওয়ালকে! হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা তালায় আগুনে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে জামায়াতের সহায়তা প্রদান শেরপুরের মহাসড়ক যেন মরণ ফাঁদ বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট আবারো বৃষ্টির শঙ্কা দুবাইয়ে, চিন্তা বাড়াচ্ছে ইউরোপ সিদ্ধিরগঞ্জে চোর আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা মানিকগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে প্রকৌশলী নিহত ডা. জাফরুল্লাহ্ চৌধুরী ছিলেন সমাজ বিপ্লবী পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে একটি সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে : মন্ত্রী

সকল