১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

মহামারী অবসানে পুরো বিশ্বকে টিকা দিন : জাতিসঙ্ঘ

-

জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গত সোমবার ভার্চুয়ালি আয়োজিত ডাভোস ফোরামের সম্মেলনে অংশগ্রহণকারী সবাইকে বলেছেন, মহামারী করোনাভাইরাসের অবসান নিশ্চিত করতে বিশ্বে সবাইকে অবশ্যই কোভিড-১৯-এর বিরুদ্ধে টিকা দিতে হবে।
মহামারী করোনাভাইরাসের কারণে দ্বিতীয় বছরের মতো অনলাইনে রাজনৈতিক ও করপোরেট পাওয়ার নেতাদের এ সম্মেলন হচ্ছে। বিশ্বব্যাপী এ ভাইরাস উপশমের কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।
জাতিসঙ্ঘ মহাসচিব বলেন, ‘বিগত দুই বছরে এটা প্রমাণিত হয়েছে যে, আমরা কোনো একজনকে পেছনে ফেললে, সবাই পেছনে পড়ে যাচ্ছি। যদি সবাইকে টিকা দিতে ব্যর্থ হই, তাহলে আমরা করোনাভাইরাসের নতুন নতুন ভ্যারিয়েন্ট আবির্ভাবের সুযোগ করে দিচ্ছি, যা বিভিন্ন সীমান্তে ছড়িয়ে পড়ছে এবং তা প্রাত্যহিক জীবন ও দেশের অর্থনৈতিক অবস্থাকে চরম হুমকির মুখে ঠেলে দিচ্ছে।’
গুতেরেস বলেন, সমতা ও নিরপেক্ষতা বজায় রেখে আন্তর্জাতিক সম্প্রদায়ের এ মহামারী মোকাবেলা করা প্রয়োজন। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২১ সালের শেষ নাগাদ পৃথিবীর ৪০ শতাংশ এবং ২০২২ সালের মাঝামাঝি নাগাদ ৭০ শতাংশ মানুষকে টিকা দেয়ার ব্যাপারে গত শরৎকালেই একটি কর্মকৌশল প্রকাশ করেছে।
গুতেরেস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে বলেন, ‘আমরা কোথাও এই লক্ষ্যের কাছে যেতে পারিনি। উন্নত দেশগুলোতে টিকাদানের হার আফ্রিকার দেশগুলোর চেয়ে সাত গুণ বেশি। এটা লজ্জাজনক। আমাদের ভ্যাকসিন সমতা রক্ষা করা প্রয়োজন।’
পশ্চিমবঙ্গে প্রতি পাঁচজনে একজন করোনা শনাক্ত : পশ্চিমবঙ্গে ভয়াবহ রূপ নিচ্ছে কোভিড পরিস্থিতি। করোনা পরীক্ষায় প্রতি পাঁচজনে করোনা শনাক্ত হচ্ছে একজন। তৃতীয় ঢেউয়ের শিকার রাজ্যের বহু মন্ত্রী-আমলা, নেতা-নেত্রী, চিকিৎসকসহ বিশিষ্ট ব্যক্তি। সংক্রমণ রুখতে জারি হওয়া কঠোর বিধিনিষেধের কারণে কলকাতার রাস্তাঘাটে মানুষের চলাচল কমেছে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী অরূপ বিশ্বাস, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা, বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়সহ কলকাতার দু’টি সরকারি হাসপাতালের প্রায় ৬০ জন চিকিৎসক বর্তমানে করোনা আক্রান্ত। করোনার তৃতীয় ঢেউয়ের শিকার রাজ্যটির আরো বহু বিশিষ্ট ব্যক্তি। রাজ্য সরকারের তথ্য বলছে, করোনা পরীক্ষায় বর্তমানে প্রতি পাঁচজনে শনাক্ত হচ্ছেন একজন। তবে, এসব ক্ষেত্রে প্রায় সবাই উপসর্গহীন হওয়ায় কাউকে ভর্তি হতে হচ্ছে না হাসপাতালে।
সোমবার থেকে পশ্চিমবঙ্গে নতুন করে বিধিনিষেধ জারি হওয়ায়, এর প্রভাব পড়তে শুরু করেছে কলকাতাসহ বিভিন্ন শহরের রাস্তাঘাটে। বাজারে ক্রেতা কম, রাস্তায় মানুষের লোকের সংখ্যাও স্বাভাবিকের চেয়ে কম। মুখে মাস্ক পরার প্রবণতাও কিছুটা বেড়েছে আগের চেয়ে। তবুও, বিধিনিষেধ নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
ভারতে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৩৮ হাজার। এক দিনে সংক্রমণ বেড়েছে প্রায় পাঁচ হাজার। দেশটিতে মঙ্গলবার সকাল পর্যন্ত ওমিক্রনে আক্রান্তের সংখ্যা প্রায় এক হাজার ৯০০। গোটা ভারতে করোনার টিকা দেয়া হয়েছে প্রায় ১৪৩ কোটি ডোজ। এর মধ্যে ৬১ শতাংশ মানুষই নিয়েছেন টিকার ডাবল ডোজ।
করোনায় তিন সপ্তাহের শিশুর মৃত্যু : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কাতারে তিন সপ্তাহের এক শিশুর মৃত্যু হয়েছে। দেশটির জনস্বাস্থ্যবিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, গুরুতর সংক্রমণের ফলে তিন সপ্তাহের এক শিশুর মৃত্যু হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়, শিশুটির অন্য কোনো রোগ বা বংশগত কোনো সমস্যার কথা জানা যায়নি। জনস্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সব বয়সের লোকজনই কোভিডে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। মাত্র তিন সপ্তাহ বয়সের শিশুটির মৃত্যু সেটিই মনে করিয়ে দিয়েছে।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, ২৮ লাখ জনসংখ্যার দেশ কাতারে এ পর্যন্ত তিন লাখ তিন হাজার ২৪০ জনের করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৬২৭ জনের মৃত্যু হয়েছে।
বিদেশী পার্সেল থেকে ছড়াতে পারে ওমিক্রন, সতর্ক করল চীন : বিদেশ থেকে আসা পার্সেল খোলার সময় সবাইকে মাস্ক ও গ্লাভস পরার অনুরোধ জানিয়েছে চীন। এ ধরনের পার্সেলের মাধ্যমে ওমিক্রন করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে তারা। দেশটিতে শনাক্ত প্রথম ওমিক্রন রোগী এভাবেই আক্রান্ত হয়েছিলেন বলে ইঙ্গিত দিয়েছে চীনা কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি দেশটির জনগণকে বিদেশী পণ্য কেনা বা বিদেশ থেকে পার্সেল গ্রহণ কমিয়ে দেয়ার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, সামনাসামনি পণ্য ডেলিভারি নেয়ার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে ভুলবেন না। অবশ্যই মাস্ক ও গ্লাভস পরুন। প্যাকেজ ঘরের বাইরে খোলার চেষ্টা করুন।


আরো সংবাদ



premium cement