২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বিশ্বকাপে প্রথম বাংলাদেশ মহিলা দল

-

অবশেষে স্বপ্ন হলো সত্যি। ছেলেরা ১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপ খেললেও মেয়েরা কয়েক বছর ধরে বাছাই পর্বের বাধাই পার হতে পারছিল না। অবশেষে আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হয়েছে সালমা-জাহানারা-নিগার সুলতানাদের। প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।
মূলত দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের (ই.১.১.৫২৯) কারণে আইসিসি বিশ্বকাপ বাছাই পর্ব বাতিল করেছে। এ দিকে শ্রীলঙ্কার কয়েকজন স্টাফ করোনা পজিটিভ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের ম্যাচটি মাঠে গড়ানো সম্ভব হয়নি। তবে আইসিসির সবশেষ ওয়ানডে র্যাঙ্কিং অনুযায়ী তিনটি দল সুযোগ পাচ্ছে ২০২২ বিশ্বকাপে। সবশেষ র্যাঙ্কিং অনুযায়ী ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে পঞ্চম স্থানে। আর তাতেই বিশ্বকাপে খেলার ছাড়পত্র। ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড ষষ্ঠ স্থানে। তারাই ২০২২ বিশ্বকাপের আয়োজক। ৮৭ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দল আছে সপ্তম স্থানে। আর ৬৮ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তান দল আছে অষ্টম স্থানে। র্যাঙ্কিং অনুযায়ী নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারতের সাথে ২০২২ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ, উইন্ডিজ ও পাকিস্তান। সূচি অনুযায়ী ২০২২ সালের ৪ মার্চে নিউজিল্যান্ডে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ৩ এপ্রিল ক্রাইস্টচার্চে হবে ফাইনাল।
জিম্বাবুয়ের উদ্দেশে উড়াল দেয়ার আগে দলের একাধিক সদস্য কোভিড পজিটিভ হওয়ায় বাধ্য হয়ে নিজেদের সরিয়ে নেয় পাপুয়া নিউগিনি। জিম্বাবুয়েতে গিয়ে শ্রীলঙ্কা দলের তিন ক্রিকেটারের শরীরে ধরা পড়ে কোভিড-১৯। তবুও গত ২১ নভেম্বর দুই গ্রুপে ভাগ করে মোট ৯ দল নিয়ে শুরু হয়েছিল বাছাই পর্ব। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে তারা উড়িয়ে দেয় যুক্তরাষ্ট্রকে। তৃতীয় ম্যাচটি থাইল্যান্ডের বিপক্ষে হারলেও ‘বি’ গ্রুপের শীর্ষেই ছিল বাংলাদেশের মেয়েরা। আর ‘এ’ গ্রুপের শীর্ষে ছিল ওয়েস্ট ইন্ডিজ।
জিম্বাবুয়েতে বাছাই পর্ব খেলতে থাকা বাংলাদেশের মহিলা দল স্বপ্ন পূরণের খবরটি পায় বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়। খবর শুনে আনন্দে কেঁদে ফেলেন দলের সদস্যরা। নাওয়া-খাওয়া ভুলে আনন্দ নৃত্যেই মশগুল থেকেছেন অনেকেই। বিশ্বকাপের টিকিট পাওয়ার পর জিম্বাবুয়ে থেকে অধিনায়ক নিগার সুলতানা জানান, ‘কয়েক ঘণ্টা আগে আমাদের কাছে যখন খবর এলো, আনন্দে আমরা কান্নাকাটি করেছি। এর জন্য অনেক কষ্টে করেছি। কষ্ট করেই তো ৫ নম্বর র্যাঙ্কিংয়ে এসেছি। সেই কষ্টের ফল আমরা পেয়েছি।’
সাবেক অধিনায়ক রুমানা জানান, ‘এতটাই খুশি যে আনন্দে লাঞ্চ করতে ভুলে গেছি। অনেক দিনের লালিত স্বপ্ন পূরণ হয়েছে। আমাদের প্রত্যেকের জীবনের সেরা মুহূর্ত এটি।’
নিগার আরো জানালেন, ‘শুভেচ্ছা জানিয়েছেন বিসিব সভাপতি নাজমুল হাসান পাপন স্যার, উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল স্যার, টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন স্যার। নাদেল স্যার তো আমাদের সাথে কান্নাই করে দিলেন। কোচিং স্টাফরা কান্না করেছে। টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবার মধ্যেই অন্য রকম আনন্দ।’


আরো সংবাদ



premium cement