২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আফগানিস্তানে শিয়া মসজিদে ফের হামলা : নিহত ৩২

কাবুলগামী সব ফ্লাইট স্থগিত করল পাকিস্তান; তালেবানের সাথে সংযোগে বিশ্বের প্রতি তুরস্কের আহ্বান
-

পরপর দুই শুক্রবার আফগানিস্তানে জুমার নামাজ চলাকালীন হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলের শহর কান্দাহারের সবচেয়ে বড় শিয়া মসজিদে হামলার ঘটনায় এ কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৪৫ জন। মসজিদটির নাম বিবি ফাতিমা মসজিদ। পরপর তিনটি বিস্ফোরণ ঘটে মসজিদটিতে। কান্দাহার প্রদেশের জনস্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজের সময় প্রথম বিস্ফোরণ মসজিদের মূল ফটকে, দ্বিতীয়টি ওজুখানায় এবং তৃতীয় বিস্ফোরণ ঘটে দক্ষিণাংশের এলাকায়। মসজিদটিতে ৫০০ জনের মতো মুসল্লি ছিলেন বলে জানান তারা। ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, এটি আত্মঘাতী বোমা হামলা। আহত ব্যক্তিদের স্থানীয় মিরওয়াইস হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান হাসপাতালের একজন চিকিৎসক। মুর্তজা নামের আরেকজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, চারজন আত্মঘাতী হামলাকারী মসজিদে হামলা করেছে। দু’জন মসজিদের ফটকে হামলা চালায়। আর দু’জন মসজিদের ভেতরে হামলা করে।
এর আগে গত শুক্রবার জুমার নামাজের সময় কুন্দজ শহরের একটি শিয়া মসজিদে বোমা হামলায় শতাধিক হতাহত হয়। পরে আইএস এ হামলার দায় স্বীকার করে। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের চলে যাওয়ার পর সেটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলা।
সাবেক প্রাদেশিক কাউন্সিলের সদস্য নেমাতুল্লাহ ওয়াফা বলেন, ‘শুক্রবার মসজিদে জুমার নামাজের সময় এই ঘটনা ঘটে। অনেকেই হতাহত হয়েছেন’। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে সংশ্লিষ্টরা অনুসন্ধান শুরু করেছেন বলে জানিয়েছেন তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কারী সাঈদ খোসতি।
তালেবানের সাথে সংযোগে বিশ্বের প্রতি তুরস্কের আহ্বান : আফগানিস্তানে মানবিক সঙ্কটে সহায়তার জন্য দেশটির নিয়ন্ত্রণকারী তালেবান কর্তৃপক্ষের সাথে সংযোগ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মওলুদ চাভুশওলু। বৃহস্পতিবার আঙ্কারায় তালেবানের এক প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। খবর আলজাজিরা, টিআরটি ওয়ার্ল্ড ও আনাদোলু এজেন্সি। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে বর্তমান তালেবান প্রশাসনের সাথে সংযোগের গুরুত্ব সম্পর্কে জানিয়েছি। প্রকৃতপক্ষে, স্বীকৃতি ও সংযোগ দু’টিই ভিন্ন বিষয়।’
এর আগে বৃহস্পতিবার আফগান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বে তালেবানের এক প্রতিনিধি দল তুরস্কের রাজধানী আঙ্কারায় সফরে আসেন। উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে সহযোগিতার বিষয়ে আলোচনার জন্য তালেবান প্রতিনিধি দল এই সফরে আসে। তিনি বলেন, ‘আফগান অর্থনীতি ধসে পড়তে পারে না। এর কারণে আমরা আফগানিস্তানের বাইরে থাকা সম্পদ বাজেয়াপ্ত করা দেশগুলোকে নমনীয় হওয়ার আহ্বান জানাচ্ছি যাতে বেতনভাতা পরিশোধ সম্ভব হয়।’
সংবাদ সম্মেলনে মওলুদ চাভুশওলু একইসাথে তালেবান প্রতিনিধি দলের সাথে বৈঠকে নিয়মিত ফ্লাইট চালু হওয়ার আগে দেশটির বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতের আহ্বানের কথা জানান। তিনি বলেন, ‘আজ আমরা তাদেরকে শুধু আমাদের নয় বরং পুরো আন্তর্জাতিক বিমান চলাচল সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে প্রত্যাশা সম্পর্কে আবার জানিয়েছি যাতে বিমানবন্দর চালু করা যায় এবং বিশেষ করে নিয়মিত ফ্লাইট শুরু করা যায়।’
সংবাদ সম্মেলনে আফগানিস্তানে শিক্ষা ও কর্মসহ নারীদের অধিকার সমুন্নত রাখার জন্য তালেবান প্রতিনিধি দলের কাছে আহ্বান করা হয়েছে জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা তাদের আহ্বান করছি এই বিষয়টিকে কোনো পূর্বশর্ত বা দাবি হিসেবে না দেখতে। কেননা এটি অন্য মুসলিম দেশগুলোরও প্রত্যাশা।’
কাবুলগামী সব ফ্লাইট স্থগিত করলো পাকিস্তান
তালেবানের বিরুদ্ধে ‘মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি’ করার অভিযোগ এনে কাবুলগামী সব ফ্লাইট বাতিল করেছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স-পিআইএ। টিকিটের মূল্য কমাতে বলার পর বৃহস্পতিবার থেকে পিআইএ এ পদক্ষেপ নেয়। পাকিস্তান এয়ারলাইন্সের মুখপাত্র আবদুল্লাহ হাফিজ খান বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘কাবুল এভিয়েশন কর্তৃপক্ষের অপেশাদার আচরণের কারণে আমাদের ফ্লাইট মাত্রাতিরিক্তভাবে বারবার পেছাতে হচ্ছে। তাই এই পরিস্থিতি উত্তরণ না হওয়া পর্যন্ত আমাদের ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
একটি সূত্র জানায়, পাকিস্তান এয়ালাইন্সের এক কর্মকর্তাকে এক তালেবান কর্মকর্তা চড় মারেন। এতেই মূলত ক্ষুব্ধ হন তারা। যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সব সৈন্য প্রত্যাহারের পর গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়। এর পর থেকে আন্তর্জাতিক সব ফ্লাইট বাতিল হয়ে যায়। পরে পাকিস্তান এয়ারলাইন্স বিশেষ ফ্লাইট চালু করে। এর আগে পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পিআইএর কার্যক্রম আফগানিস্তানে বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছিল তালেবান।


আরো সংবাদ



premium cement