২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

প্রাথমিকে ১৯ মাধ্যমিকে ২৫ শতাংশ শিক্ষার্থী পড়াশোনার বাইরে

করোনাকালের শিক্ষা নিয়ে সেমিনার
-

এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। নানা উপায়ে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ধরে রাখার চেষ্টা থাকলেও সব ক্ষেত্রে সফলতা আসেনি। সাম্প্রতিক সময়ে দেখা গেছে করোনার এই মহামারীতে প্রাইমারির ১৯ শতাংশ, মাধ্যমিকের ২৫ শতাংশ শিক্ষার্থী নিয়মিত পড়াশোনার বাইরে রয়েছে। অর্থাৎ করোনার এ সময়ে তারা পড়াশোনার সাথে সম্পর্ক ছিন্ন। যদিও শিক্ষাকে তার গতিপথে ধরে রাখতে চেষ্টাও কম হয়নি। কিন্তু করোনা সংক্রমণ রোধে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সর্বস্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে এক বছরের বেশি সময় ধরে সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে শিক্ষার্থীরা।
শিক্ষাকার্যক্রমের সাথে শিক্ষার্থীদের যুক্ত রাখতে অনলাইন, টেলিভিশন, রেডিওসহ বিভিন্ন প্লাটফর্মে পড়াশোনা চালিয়ে যেতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। সবশেষ পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা নেয়ার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। হালফিল তথ্য অনুযায়ী করোনার মধ্যে এতসব আয়োজনের পরেও প্রাইমারিতে ১৯ শতাংশ, মাধ্যমিকের ২৫ শতাংশ শিক্ষার্থী নিয়মিত পড়াশোনার বাইরে আছে।
গতকাল সোমবার এক ভার্চুয়াল সেমিনারে এ তথ্য তুলে ধরেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। উপস্থিত ছিলেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন। গত বছরের এপ্রিল থেকে এপ্রিল ২০২১ পর্যন্ত এক বছরের গবেষণায় এ তথ্য উঠে এসেছে বলে সেমিনারে জানানো হয়।
এতে বলা হয়, সারা দেশে ৫১ শতাংশ প্রাইমারি শিক্ষার্থী প্রাইভেট, কোচিংয়ে যাচ্ছে। মাধ্যমিক পর্যায়ের ৬১ শতাংশ শিক্ষার্থী প্রাইভেট কোচিংয়ে যাচ্ছে। এর মাধ্যমে অভিভাবকদের খরচের বোঝা কমেনি বরং বেড়েছে। এ খরচ গ্রামীণ পর্যায়ে বেড়েছে ১১ শতাংশ, শহর পর্যায়ে ১৩ শতাংশ।
গবেষণায় বাবা-মায়েদের চারটি মৌলিক উদ্বেগের বিষয় তুলে ধরা হয়। সেগুলো হলোÑ শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ কমে যাওয়া। শিক্ষার খরচ তুলনামূলক বৃদ্ধি পাওয়া। স্কুল কবে খুলবে সেটি নিয়ে অনিশ্চয়তা। পড়াশোনার পাশাপাশি চাকরি নিয়ে চিন্তা। সেমিনারে স্কুল খোলার পর এসব শিক্ষার্থীর জন্য রিকভারি (ক্ষতি পুষিয়ে) ক্লাসের সুপারিশ করা হয়।

 


আরো সংবাদ



premium cement